ক্রীড়া ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২০

রিয়াল-বার্সার জয়

স্প্যানিশ ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। সেই আত্মবিশ্বাস নিয়ে কোপা ডেল রের মিশনেও এগিয়ে চলছে জিনেদিন জিদানের দল। পরশু রাতে ইউনিয়নিস্টাসকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। শেষ বত্রিশের অন্য ম্যাচে ইবিজাকে ২-১ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে বার্সেলোনা।

তৃতীয় সারির দল ইউনিয়নিস্টাসের বিরুদ্ধে ১৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। অতিথিদের লিড এনে দেন গ্যারেথ বেল। কিন্তু অগ্রগামিতা ধরে রাখতে পারেনি জিদানের দল। দ্বিতীয়ার্ধে আলভারো রোমেরোর গোলে সমতায় ফেরে স্বাগতিক ইউনিয়নিস্টাস। ৬২ মিনিটে ভাগ্যবশত গোলে ফের এগিয়ে যায় রিয়াল।

লস ব্ল্যাঙ্কোসরা দ্বিতীয় গোলটি পেয়েছে উপহারসূচক আত্মঘাতী থেকে। রিয়ালের আক্রমণের তোপে নিজেদের জালে বল জড়িয়ে ফেলেন হুয়ান ফ্র্যান্সিসকো মাতেও। কিন্তু দ্বিতীয়বার এগিয়ে গেলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণ পারেনি রিয়াল। পরে ম্যাচের শেষ মুহূর্তে ব্রাহিম দিয়াজের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের দল।

কষ্টে জিতেছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। তাদের জয়টাও তৃতীয় সারির ক্লাবের বিরুদ্ধে। একইভাবে ঘাম ছুটিয়ে। খর্বশক্তির দল ইবিজার বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সা। তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুন কোচ কিকে এতিয়েন ভুল করলেন কি না এ নিয়েও প্রশ্ন উঠে গেছে ততক্ষণে।

ম্যাচের বয়স দুই অঙ্কে যাওয়ার আগেই হোসেপ কাবালি মার্টিন বার্সেলোনার জাল কাঁপান। উচ্ছ্বাসে ভাসান ইবিজাকে। মার্টিনের গোলে ম্যাচের অনেকটা সময় চাপে থাকতে হয়েছে বার্সাকে। একটা পর্যায়ে অঘটনও চোখ রাঙাচ্ছিল তাদের। শঙ্কাটা উড়িয়ে দেন অ্যান্তনি গ্রিজম্যান। করেছেন জোড়া গোল। ৭২ মিনিটে বার্সাকে সমতায় ফেরানোর পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্বস্তির জয়সূচক গোলটিও করেন গ্রিজম্যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close