ক্রীড়া ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০২০

টেস্টে কামিন্স, ওয়ানডেতে রোহিত

বর্ষসেরা ক্রিকেটার স্টোকস

ঘরের মাঠে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর নায়ক বেন স্টোকস আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালজুড়ে দেখানো দুর্দান্ত সব পারফরম্যান্সের জন্য ২৮ বছর বয়সি অলরাউন্ডার হাতে তুলবেন মর্যাদার খেতাব স্যার গ্যারি সোবার্স ট্রফি। বিশ্বমঞ্চ থেকে অ্যাশেজ, দ্বিপক্ষীয় সিরিজ থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ, বছরজুড়ে ব্যাটে-বলে ধারাবাহিকতা ধরে রেখেছিলেন ইংলিশ তারকা।

২০০৫ সালে আরেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ ও ২০১১ সালে জোনাথন ট্রটের পর আবার কোনো ইংলিশ ক্রিকেটার জিতলেন বর্ষসেরার খেতাব। বিশ্বকাপ ফাইনালের মহাকাব্যিক অপরাজিত ৮৪ তো আছেই। ঘরের মাঠে অ্যাশেজের গতিপথ পাল্টে দেওয়া দুর্দান্ত দুটি সেঞ্চুরি, লিডসের সেই অপরাজিত ১৩৫, স্টোকস কাব্যগাঁথার তালিকা গত বছরে ইমারত গড়েছে। সময়টায় ১১ টেস্টে ৮২১ রানের সঙ্গে ২২ উইকেট, ওয়ানডেতে ৭১৯ রানের সঙ্গে ১২ উইকেট তুলেছেন ২০ ম্যাচে।

স্টোকসের উড়ন্ত বছরে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। সময়টাতে ১২ টেস্টে ৫৯ উইকেট যোগ করেছেন নামের পাশে।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের হিটম্যান ব্যাটসম্যান রোহিত শর্মা। ৭ সেঞ্চুরিতে ২৮ ম্যাচে ১৪০৯ রান তুলেছিলেন এ ডানহাতি।

সেরা উদীয়মান তথা ইমার্জিং ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। অভিষেকের পর থেকে টেস্টে অজিদের টানা রান দিয়ে চলেছেন তিনি। একটি ডাবল সেঞ্চুরিসহ ১১ টেস্টে ১১০৪ রান করেছেন গত বছর।

বছরের সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার গেছে ভারতের পেসার দিপক চাহারের ঝুলিতে। বাংলাদেশের বিপক্ষে নাগপুরে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছিলেন, ওটাই এনেছে সেরার তকমা।

সহযোগী দেশের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের কাইল কোয়েটজার। সেরা আম্পায়ারের খেতাব ‘ডেভিড শেফার্ড ট্রফি’ গেছে ইংল্যান্ডের ৫৬ বছর বয়সি রিচার্ড ইলিংওয়ার্থের ঝুলিতে।

ভারতের থলেতে গেছে সম্মানজনক আরেকটি স্বীকৃতি। দেশটির অধিনায়ক বিরাট কোহলি ‘স্পিরিট অব দ্য ক্রিকেট’ পুরস্কার হাতে তুলছেন। বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close