ক্রীড়া ডেস্ক

  ১৪ ডিসেম্বর, ২০১৯

আশা পূরণ রোনালদোর

শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের গ্রুপ পর্বের রোমাঞ্চ। এখন অপেক্ষা বাঁচা-মরার রাউন্ডের। নকআউটের শুরুর পর্ব পেয়ে গেছে সেরা ১৬ দলকে। এসব দলকে নিয়ে কাল রাতে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় ভুগছিল দলগুলো। শুধু কি ক্লাবগুলো? না, খেলোয়াড়রাও কিছুটা অস্বস্তিতে ছিলেন। ভুগেছেন স্নায়ুচাপে। এখনই সাবেক ক্লাবের মুখোমুখি হতে চাননি অনেক ফুটবলারই। তাদেরই একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ ষোলোতে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের সামনে পড়তে চাননি পর্তুগিজ যুবরাজ।

স্প্যানিশ জায়ান্টদের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেতে চান জুভেন্টাসের প্রাণভোমরা রোনালদো। স্পোর্ট ইতালিয়াক তিনি বলেছেন, ‘রিয়াল (মাদ্রিদ) দুর্দান্ত একটা দল। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে বলব আরো পরে তাদের মোকাবিলা করব। ফাইনালে মুখোমুখি হলে খুব ভালো লাগবে।’ রোনালদোর সে চাওয়া পূরণ হয়েছে। নকআউট পর্বে রিয়ালকে পায়নি তার দল জুভেন্টাস। কালকের ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগ গেছে লম্বা সময়ের বিরতিতে। আগামী ফেব্রুয়ারি থেকে গড়াবে নকআউট পর্বের ম্যাচগুলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close