ক্রীড়া প্রতিবেদক

  ১৩ ডিসেম্বর, ২০১৯

আফ্রিদির ‘ডাকের’ সেঞ্চুরি

নিজের দিনে তার মতো বিধ্বংসী রূপ ধারণ করতে পারেন খুব কম ব্যাটসম্যানই। কিন্তু তার সেই দিন আসে কালেভদ্রে। বিধ্বংসী হয়ে ওঠা বহুদূর, প্রায়ই খুলতে পারেন না রানের খাতা। শূন্য রানে আউট হওয়াটা তার জন্য নিয়মিত ব্যাপার। সেই পথে এবার শহীদ আফ্রিদি করে ফেললেন ‘হাঁস মারার’ সেঞ্চুরি!

বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়েলসের বিপক্ষে কাল নিজের খেলা প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন আফ্রিদি। স্বীকৃত ক্রিকেটে পাকিস্তানের সাবেক অধিনায়কের এটি শততম ‘ডাক’।

আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪ বার স্কোরারদের ডিস্টার্ব না করেই ফিরেছেন আফ্রিদি। ওয়ানডেতে ‘ডাক’ ৩০টি। এই সংস্করণে তার চেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কেবল লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া।

২৭ টেস্টের ক্যারিয়ারে আফ্রিদি শূন্যতে আউট হয়েছেন ৬ বার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ডাক ৮টি। বাকি ৫৬ ‘হাঁস’ এসেছে প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ও ঘরোয়া টি-২০ মিলিয়ে।

স্বীকৃত ক্রিকেটের বাইরেও নানা সময়ে ‘ডাক’ মেরে আলোচনার জন্ম দিয়েছেন আফ্রিদি। সুইজারল্যান্ডে গত বছর আইস ক্রিকেটেও তিনি ফিরেছিলেন খালি হাতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close