ক্রীড়া প্রতিবেদক

  ১৩ ডিসেম্বর, ২০১৯

পাত্তাই পেল না ঢাকা

বোলাররা অল্পতেই বেঁধে ফেলেছিলেন ঢাকা প্লাটুনকে। এরপর সহজ লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়েছে রাজশাহী রয়েলস। ঝড় তোলা লিটন দাস ডাগআউটে ফিরলেও হজরতউল্লাহ জাজাই এক প্রান্ত আগলে রেখেছেন। আফগান হার্ডহিটার তুলে নিয়েছেন হাফসেঞ্চুরিও। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিজ্ঞতার ভা-ার শোয়েব মালিক। তাতে তারকাখচিত ঢাকা প্লাটুন ঘরের মাঠে স্রেফ উড়ে গেল। তাদের উড়িয়ে শুভ সূচনা করল রাজশাহী।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলে কালকের প্রথম ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে আন্দ্রে রাসেলের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান তোলে মাশরাফি মর্তুজার ঢাকা। জবাবে ১৮.২ ওভারে কেবল লিটন দাসকে খুইয়ে জয়ের বন্দরে নোঙর করে পদ্মা পাড়ের দল। ব্যাটিংয়ের শুরুতে টাইমিংয়ে গড়বড় করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হন জাজাই। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪৭ বলে ৫৬ রানে। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়। রাজশাহীর ইনিংসের শুরুতে লিটনের সঙ্গে ৫০ বলে ৬২ রানের জুটি গড়েন তিনি। এরপর শোয়েব মালিককে নিয়ে ৬০ বলে যোগ করেন অবিচ্ছিন্ন ৭৪ রান।

নবম ওভারের প্রথম বলে ছক্কা মারার পরের বলে একই কা- করতে গিয়ে কুপোকাত হন লিটন। তার উইকেটটি নেন মাহেদী হাসান। মালিক ১০০ স্ট্রাইক রেটে ৩৬ রানে অপরাজিত থাকেন। তিনি মারেন ৩টি চার ও ১টি ছয়। ঢাকার দলনেতা মাশরাফি ১৫৮ দিন পর মাঠে নেমে ৩ ওভারে দেন ১৮ রান। পাননি কোনো উইকেট। এর আগে ব্যাটিংয়ে নামা ঢাকার ব্যাটসম্যানরা গড়তে পারেননি বলার মতো জুটি। কারো কাছ থেকে আসেনি বড় ইনিংস। ফলে ধুঁকতে হয়েছে যমুনা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা দলটিকে। শেষ ৩ ওভারে মারমুখী ওয়াহাব রিয়াজ ও মাশরাফি ৩৮ রান তোলায় যা একটু ভদ্রস্থ সংগ্রহ পায় তারা।

কাল ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ঢাকা। দুই মাস পর মাঠে নামা দেশসেরা ওপেনার তামিম ইকবাল হন ব্যর্থ। ৫ রান করে ফেরেন আবু জায়েদ রাহির শিকার হয়ে। তিনে নামা লরি ইভান্সকে ডাগআউটে পাঠান ফরহাদ রেজা। তৃতীয় উইকেটে ৩৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন এনামুল হক বিজয় ও জাকের আলি। তাদের ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পাওয়ার আভাস ছিল। তবে ২১ রান করে জাকের রানআউটে কাটা পড়লে মড়ক লাগে ঢাকার ইনিংসে। এরপর মিডল অর্ডারে হাল ধরতে পারেননি কেউ। ১৩ বলের মধ্যে স্কোরবোর্ডে মাত্র ৫ রান যোগ করতে ৪ উইকেট হারায় তারা।

দ্বাদশ ওভারের শেষ বলে থিসারা পেরেরাকে আন্দ্রে রাসেলের ক্যাচে পরিণত করেন তাইজুল ইসলাম। পরের ওভারের প্রথম বলে আউট হন বিজয়। দলের পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি। শহিদ আফ্রিদিকে আসা-যাওয়ার মধ্যে রাখেন রবি বোপারা। কালকের ‘গোল্ডেন ডাকে’ শূন্যের সেঞ্চুরি পূরণ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এমন ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে আফ্রিদির ঘাতক বোপারার হাতে। সেটা অবশ্য কৃপণ বোলিংয়ের কারণে নয়, চতুর ফিল্ডিংয়ে ৩ রানআউটের সুবাদে। ফিল্ডিংয়ে বিশেষ অবদান রাখায় ম্যাচ সেরার স্বীকৃতি পাওয়া বিপিএল ইতিহাসে এবারই প্রথম!

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা প্লাটুন : ১৩৪/৯, ২০.০ ওভার

বিজয় ৩৮, জাকের ২১, ওয়াহাব ১৯, মাশরাফি ১৮*; রাহি ৪৩/২, ফরহাদ ১৪/১, বোপারা ১৫/১, কাপালি ১৮/১

রাজশাহী রয়েলস : ১৩৬/১, ১৮.৪ ওভার; হজরতউল্লাহ ৫৬*, লিটন ৩৯, শোয়েব ৩৬*; মাহেদী ২৩/১

ফল : রাজশাহী রয়েলস ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা : রবি বোপারা (রাজশাহী রয়েলস)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close