ক্রীড়া প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০১৯

ট্রফি আসবে লন্ডন থেকে

বঙ্গবন্ধু বিপিএল শুরুর আগের দিন অধিনায়কদের নিয়ে একটা বিশেষ পর্ব রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো আসর শুরুর আগে অধিনায়কদের এক জায়গায় মিলিত হওয়া মানেই সেখানে ট্রফিরও উপস্থিতি থাকা। কারণ, অধিনায়কদের নিয়েই ঘটা করে উন্মোচন করা হয় ট্রফি।

বিপিএলে এই রীতিটা সচরাচর দেখা যায় না। পরশুও দেখা যায়নি। অধিনায়কদের এক জায়গায় করে শুধুই ফটোসেশন করা হয়েছে। এই পর্বটাও অবশ্য নিয়মিত দেখা যায় না বিপিএলে। ২০১৫ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ওঠানো হয়েছিল ৭ দলের ‘আইকন’ খেলোয়াড়দের। এবারও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, তবে সেখানে ক্রিকেটারদের কোনো অংশগ্রহণ ছিল না। বিসিবি হয়তো এ কারণেই আলাদা করে অধিনায়কদের একটা পর্ব করেছে।

অধিনায়কদের যখন এক জায়গায় করাই হলো, তখন ট্রফি উন্মোচন অনুষ্ঠানটাও করা যেত নিশ্চয়ই। কিন্তু ট্রফিটাই যদি না থাকে, তাহলে উন্মোচিত হবে কী করে? বিপিএলের ট্রফি যে বাংলাদেশে তৈরি হয় না। এটি আনা হয় ইংল্যান্ড থেকে। লন্ডনের ‘ইংকারম্যান’ প্রস্তুত করে বিপিএল শিরোপা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে বিসিবি বিপিএলের শিরোপা তৈরির দায়িত্ব দেয় ইংকারম্যানকে। এই প্রতিষ্ঠান তৈরি করে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফিও।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন, ট্রফি নিয়ে তাদের ভিন্ন পরিকল্পনা রয়েছে, ‘বিপিএলে আমরা ট্রফি ঘটা করে উন্মোচন করি না। একই ট্রফি প্রতিবার ব্যবহার করি। তবে এবার ট্রফি নিয়ে বিশেষ পরিকল্পনা আছে। সেটা সময়মতো আপনাদের জানানো হবে। মঙ্গলবার অধিনায়কদের অনুষ্ঠানে এ কারণে ট্রফি উন্মোচন পর্ব রাখা হয়নি।’ বিপিএলের ট্রফি তৈরিতে এবার খরচ পড়ছে প্রায় ১৬ লাখ টাকা। যেহেতু এবারের টুর্নামেন্টের লোগোতে পরিবর্তন এসেছে, যুক্ত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম; তাই হুবহু আগের নকশায় ট্রফি তৈরি হবে না। তবে প্রতিবারের মতো সোনালি আভা থাকবে। বিসিবি মনে করছে, আজ-কালের মধ্যেই চলে আসবে বিপিএলের ট্রফি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close