ক্রীড়া ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০১৯

দল পাননি কোনো বাংলাদেশি

মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিনসহ মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে। কিন্তু ৬ ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রতি। ফলে আগামী বছর কোনো বাংলাদেশি ক্রিকেটার ছাড়াই হতে যাচ্ছে পিএসএল। এবারের প্লেয়ার্স ড্রাফটে তিনটি আলাদা ক্যাটাগরিতে মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম তোলা হয়। তিনটি ক্যাটাগরি হলোÑ ডায়মন্ড, গোল্ড ও সিলভার।

ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। গোল্ড ক্যাটাগরিতে রাখা হয়েছিল ১০ জন ক্রিকেটারকেÑ লিটন দাস, মোহাম্মদ মিঠুন আলি, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, আল-আমিন হোসেন ও অলক কাপালি। আর সিলভার ক্যাটাগরিতে ছিলেন বাকি ৯ ক্রিকেটারÑ ইমরুল কায়েস, সাব্বির রহমান, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, সাইফ হাসান, ফরহাদ রেজা, নাইম শেখ, জুনায়েদ সিদ্দিকী ও মুক্তার আলি। কিন্তু এই ২৩ বাংলাদেশির কাউকেই ক্রয়ের প্রয়োজন মনে করেনি পিএসএলের ছয় ফ্র্যাঞ্চাইজি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close