ক্রীড়া ডেস্ক

  ২৫ নভেম্বর, ২০১৯

বাংলাদেশে আসছে ম্যানইউ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ কিছু চমক উপহার দেওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেসব চমকের প্রথমটা প্রকাশিত হলো কাল। আগামী বছরের জুনে বাংলাদেশে আসছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কাল এ তথ্য জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

শুধু ম্যানচেস্টার ইউনাইটেডই নয়, তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ইউরোপেরই বড় কোনো ক্লাব। আবু নাঈম সোহাগের ভাষ্য, ‘ম্যানইউয়ের আসার বিষয়টি মোটামুটি চূড়ান্ত। এ উপলক্ষে আগামীকাল (আজ) ক্লাবটির প্রতিনিধি দল ঢাকা পরিদর্শনে আসবে। আর তাদের প্রতিপক্ষ হিসেবে আসতে পারে নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস অথবা লিওনেল মেসির বার্সেলোনা।’ ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর শততম জন্মদিন। বছরটিকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close