ক্রীড়া প্রতিবেদক

  ২৫ নভেম্বর, ২০১৯

‘পরে ব্যাট করলেও এমনটা হতে পারত’

ন্যাড়ারা নাকি বেল তলায় একবারই যায়। তাতেই হয়ে যায় উচিত শিক্ষা। কিন্তু বাংলাদেশ দল ভুলের পর ভুল করেই যাচ্ছে, তবুও শিক্ষা নিচ্ছেনা। ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে টস জিতে ব্যাটিং নেওয়ার মাশুল হাতেনাতে দিতে হয়েছে মুমিনুল হকের দলকে। তাই টিম মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক টেস্টে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

কিন্তু সবাইকে চমকে দিয়ে ইডেনেও ব্যাটিং বেছে নিলেন মুদ্রা নিক্ষেপে জয়ী অধিনায়ক মুমিনুল। যা দেখে অবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন করেছেন সিদ্ধান্তের সমালোচনা। তবে সোয়া দুইদিনের মধ্যে গোলাপি টেস্ট হারার পর মুমিনুল বললেন, পরে ব্যাটিং করলেও ফলটা হতো একই।

ইন্দোর-ইডেন উভয় টেস্টেই বাংলাদেশের ফলাফল ভীষণরকম মিল। দুম্যাচেই হার ইনিংস ব্যবধানে। কাল

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে আগে ব্যাটিং করা নিয়ে মুখ খুলেছেন মুমিনুল। জানালেন, উইকেট দেখে পরে ব্যাটিং করার যুক্তি খুঁজে পাননি। ভারতীয় বোলারদের সামনে পরে ব্যাটিং করলেও ফলটা একই হতো বলে মত তার, ‘উইকেট দেখার পর শুষ্ক মনে হলো। তাই ভাবলাম আগে ব্যাটিংটাই শ্রেয়। আমার ধারণা, পরে ব্যাটিং করলেও ফলাফলে খুব একটা পার্থক্য হতো না।’

লজ্জাজনক পরাজয়ের নেপথ্য কারণ হিসেবে দুদলের খেলোয়াড়দের সামর্থ্যকেও সামনে টেনে এনেছেন বাংলাদেশ অধিনায়ক। তুলে ধরেছেন গোলাপি বলে নিজেদের ব্যর্থতার ফিরিস্তি, ‘দুই দলের পার্থক্য একটা বিশাল বড় বিষয়। আমরা এই দুই ম্যাচ থেকে শিখেছি এবং চেষ্টা করবো পরের ম্যাচে তা প্রয়োগের। গোলাপি বলে খেলাটা ছিল চ্যালেঞ্জের। কিন্তু আমরা চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়েছি। বাজেভাবে হেরেছি, তবে আমরা এই ম্যাচ থেকেও ইতিবাচকতা খুঁজে পেয়েছি। এবাদত ভালো বোলিং করেছে, রিয়াদ ও মুশফিক ভাই দারুণ ব্যাটিং করেছেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close