সাহিদ রহমান অরিন ও জাহিদ আকন

  ২৫ নভেম্বর, ২০১৯

ভারতকে থামানোর সাধ্য কার?

ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টকে আরো জনপ্রিয় ও গ্রহণযোগ্য করতে তুলতে এবং টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ব্যবধান কমিয়ে আনতেই আইসিসির বিশাল এক পদক্ষেপ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সাদা পোশাকের এই বিশ্ব আসরের বয়স ৪ মাসও হয়নি; অথচ অল্প সময়েই বাকিদের সঙ্গে আকাশ-পাতাল ফারাক গড়ে ফেলেছে ভারত। পয়েন্ট তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার প্রাপ্তি যখন শূন্য, তখন বিরাট কোহলির দল অবস্থান করছে এভারেস্টের চূড়ায়! রবি শাস্ত্রীর শিষ্যরা যেখানে তিনটি সিরিজেই প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে, সেখানে বাকিরা সিরিজ জয়ের স্বাদ পায়নি এখনও। টানা ৭ জয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানীয় দলটির সংগ্রহ ৩৬০ পয়েন্ট। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে টিম ইন্ডিয়ার পয়েন্ট ব্যবধান ২৪৪! ভাবা যায়? অপ্রতিরোধ্য ভারতকে তো এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখতে শুরু করেছেন ক্রিকেটবোদ্ধারা। অনেকের মতে, এই ভারতকে থামানোর সাধ্য নেই কারো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close