ক্রীড়া প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০১৯

ইডেন টেস্ট হবে তো ৫ দিন?

ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের গ্যালারি পরিপূর্ণ দেখতে চান সৌরভ গাঙ্গুলী। এই চাওয়ার কথা বলতে গিয়ে বিসিসিআইয়ের সভাপতি কলকাতার ক্রিকেটপ্রেমীদের গ্যালারিতে আসার আহ্বান জানিয়েছেন। তবে কলকাতার দর্শকদের টিকিট কেনার বিষয়টি দেখে মনে হচ্ছে তারা ধরেই নিয়েছে ম্যাচটি তিন দিনেই শেষ হয়ে যাবে! শুধু প্রথম তিন দিনের জন্যই যে ইডেনের সব টিকিট বিক্রি হয়েছে।

ইন্দোরে প্রথম টেস্টের আয়ু ছিল আড়াই দিন! ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ১৩০ রানে। কলকাতায় উপমহাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্টটির আয়ু কত দিন হবে? ইডেন গার্ডেনে গোলাপি বলে ভারতের অভিষেককে স্মরণীয় করে রাখতে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মাঠে আসতে আহ্বান জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী।

ইডেন গার্ডেনে যেন চলছে বিয়েবাড়ির আয়োজন! উপমহাদেশে প্রথম দিবা-রাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে নিমন্ত্রণ করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সৌরভের নিমন্ত্রণ পেয়েছেন ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা বাংলাদেশ দলের সদস্যরা। এসব আয়োজন সার্থকতা পাবে তখনই, যখন ভারতের ক্রিকেটপ্রেমীরা যখন মাঠে আসবেন খেলা দেখতে। সৌরভের আশা, আগামী শুক্রবার শুরু দিবা-রাত্রির টেস্টে ইডেনের গ্যালারি উপচে পড়বে দর্শকে। এর আগে অনেকবারই ভারতের অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে তুলনামূলক কম দর্শক হওয়া নিয়ে আক্ষেপ করেছেন। সঙ্গে তিনি এও বলে আসছেন, ভরা গ্যালারির সামনে খেলতে তার খুব ভালো লাগে। বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর সৌরভও বলে আসছেন, টেস্ট ক্রিকেটে দর্শক ফেরাতে চান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close