ক্রীড়া ডেস্ক

  ১৭ নভেম্বর, ২০১৯

ইডেন টেস্টের টিকিট নিয়ে হাহাকার

ক্রিকেটের নন্দন কানন কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে নামছে ভারত ও বাংলাদেশ। এ ম্যাচ ঘিরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) আয়োজনের যেন শেষ নেই। ম্যাচটি রাঙাতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। প্রথমবার গোলাপি বলের ম্যাচের সাক্ষী হতে দর্শকদের আগ্রহও আকাশচুম্বী। যে কারণে ইডেন টেস্টের টিকিট নিয়ে চলছে হাহাকার। সিএবির পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, ইডেন গার্ডেন্সে গোলাপি বলে ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচের প্রথম তিন দিন ৬০ হাজারের বেশি দর্শক গ্যালারিতে উপস্থিত থাকবেন। এরই মধ্যে অনলাইনের সব টিকিট শেষের পথে। কাউন্টারের মাধ্যমে বিক্রি হয়েছে ১৬ হাজার টিকিট। আর বাকি টিকিট অধিভুক্ত সদস্যদের মাঝে বিতরণ করা হবে। ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে অনেকে চড়া দামে কালোবাজারির মাধ্যমে টিকিট ক্রয়ের চেষ্টা করছেন।

সবকিছু ঠিক থাকলে শুক্রবার মাঠে গড়াবে ভারত-বাংলাদেশের মধ্যকার ইডেন টেস্ট। ঐতিহাসিক এ টেস্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এ ছাড়া বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী রুনা লায়লাকে ম্যাচের শুরুতে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা সব ক্রিকেটারকে ইডেন টেস্ট দেখার আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআই ও সিএবি প্রধান সৌরভ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close