ক্রীড়া ডেস্ক

  ১৭ নভেম্বর, ২০১৯

৮ শিকারে রুয়েলের রেকর্ড

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তরুণ রুয়েল মিয়া। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) গতকাল চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ঝড় তোলেন সিলেট বিভাগের হয়ে খেলতে নামা ১৮ বছর বয়সি বাঁহাতি পেসার।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে রুয়েলের তোপে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম বিভাগ। রুয়েল ৮ উইকেট নিয়েছেন মাত্র ২৬ রান খরচায়। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খেলতে নেমেছেন সবে তৃতীয় ম্যাচ। এদিন পিনাক ঘোষকে ফিরিয়ে তোপ দাগানো শুরু করেন। শেষ করেন শওকত হোসেনকে তুলে নিয়ে। প্রথম স্পেলে নেন ২ উইকেট। দ্বিতীয় স্পেলে ফিরে হয়ে ওঠেন আরো ভয়ংকর। ৬.১ ওভারে ১১ রান খরচায় এই স্পেলে নেন ৬ উইকেট। রেকর্ডের ম্যাচে মোট ১৪.১ ওভার বল করতে হয়েছে রুয়েলকে। ইনিংসে চার ব্যাটসম্যানকে বোল্ড করেছেন তিনি।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো পেসারের আগের সেরা বোলিং ফিগার ছিল তালহা জুবায়েরের দখলে। ২০১২ সালে ঢাকা মেট্রোর হয়ে রংপুরের বিপক্ষে ৩৫ রান খরচায় ৮ উইকেট নিয়েছিলেন তালহা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close