ক্রীড়া প্রতিবেদক

  ১৭ নভেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন

সবুজের গালিচায় স্বর্ণালি ছোঁয়া। জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি জাতির হৃদয়ে চির ভাস্বর, চির দীপ্তিমান। তারই প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে লোগোতে। সঙ্গে ক্রিকেটের অপরিহার্য তিনটি স্টাম্প ও বল দারুণভাবে সম্পৃক্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর উপলক্ষে ঠিক এমনই অনিন্দ্য-সুন্দর এক লোগো তৈরি করেছে বিসিবি।

গতকাল হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় বর্ণালি আলোর ছটায় সেই লোগোটিই উন্মোচিত হলো। যার মধ্য দিয়ে আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো ‘বঙ্গবন্ধু বিপিএল’-এর। কাল সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত হয়েছিল লোগো উন্মোচন অনুষ্ঠানটি। যেখানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close