ক্রীড়া প্রতিবেদক

  ১৪ নভেম্বর, ২০১৯

ভালো খেলার তাড়না টাইগারদের

ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামাই কি বাংলাদেশের বড় প্রাপ্তি? মুমিনুল হকের কথা শুনলে অন্তত তা-ই মনে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিষেক ম্যাচ, আছে পয়েন্টের হিসাবনিকাশ। বাংলাদেশ পয়েন্টও চায় বটে, তবে মুমিনুল কথার ফাঁদে পড়ে যেন বুঝিয়ে দিলেন আসলে বাস্তবতা কতটা কঠিন।

সাদা পোশাকের নতুন টাইগার অধিনায়ক তিনি। উত্তাপটা টের পেতে পেতেই আসতে হয়েছে ভারতে। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দলের বিপক্ষে তাদেরই মাঠে খেলা। তাও আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো তারকা নেই। মুমিনুলরা পরিস্থিতি সামলাবেন কীভাবে?

কাপ্তান হাঁটলেন বাস্তবতার পথে। দুই দলের শক্তির তারতম্য বুঝিয়ে জানালেন নিজেদের অবস্থান, ‘আমার কাছে মনে হয়েছে আমাদের কোনো চাপ নেই। কারণ আমাদের প্রত্যাশা ওই রকম নেই। আপনারাও জানেন, আমরাও জানি। আমাদের জিততেই হবেÑ তেমনটা ভাবছি না। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’

তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন এলোÑ জেতার প্রত্যাশা ছাড়া একটা দল খেলতে নামবে? নিজের আগের উত্তর কিছুটা শোধরানোর চেষ্টা মুমিনুলের, ‘জেতার প্রত্যাশাই করি না, সেটা বোঝাতে চাইনি। আপনারা যেভাবে বলছেন ওই রকম প্রত্যাশা না। যখন কোনো খেলোয়াড় মাঠে নামে, সে সব সময় জেতার জন্যই খেলে। যখন আপনি বেশি প্রত্যাশা নিয়ে কথা বলবেন, তখন চাপ চলে আসবে আমার কাছে।’

তার মানে, মুমিনুল বোঝাতে চাইলেন ভালো খেলার তাড়না তাদের তীব্রই আছে। কিন্তু সেই ভালো খেলা মানে জিততেই হবেÑ পরিস্থিতিটাকে এমন বাঁচা-মরার আবহে নিয়ে যেতে চায় না বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close