ক্রীড়া প্রতিবেদক

  ১২ নভেম্বর, ২০১৯

রুবেল-নাসিরের দিন

মাঠের বাইরের বিভিন্ন নেতিবাচক বিষয়ের সঙ্গে যোগ হয়েছিল ইনজুরি। দুই মিলিয়ে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন। অনেক দিন বিরতির পর মাঠে ফিরেছেন জাতীয় লিগ দিয়ে, তবে শুরুর দিকে রান পাচ্ছিলেন না। এর মধ্যে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে আবার নিষেধাজ্ঞার কবলে পড়তে হলো। তবে এত প্রতিবন্ধকতা জয় করে ঠিকই রানে ফিরলেন নাসির। জাতীয় লিগে বগুড়ায় ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে রংপুরের এ ব্যাটসম্যান অপরাজিত আছেন ১০৪ রানে। এদিকে টেস্ট দলে জায়গা হারানো রুবেল হোসেন জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে ৭ উইকেট শিকার করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। শেরেবাংলা স্টেডিয়ামে রাজশাহীর ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাইয়েছেন খুলনার এ পেসার।

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে রংপুর বিভাগ। দলটির লিড এখন ২১২ রানের। ড্রয়ের দিকে যাওয়া প্রথম স্তরের ম্যাচটিতে প্রথম ইনিংসে রংপুর করে ২৩৪। নাসির করেন ৭০। জবাবে ২২২ রানে গুটিয়ে যায় ঢাকা। তাতে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা রংপুর ১১৩ রানে হারায় ৫ উইকেট। নাসির ও অধিনায়ক নাঈম ইসলামের অবিচ্ছিন্ন জুটি তাদের রেখেছে চালকের আসনে। জুটিতে দুজনে তুলেছেন ৮৭ রান। নাঈম অপরাজিত আছেন ২৬ রানে। নাসির সেঞ্চুরি পূর্ণ করেন ২০০ বল খেলে। শেষ পর্যন্ত ২০৫ বলে ১১টি চারে সাজান হার না মানা ইনিংসটি। প্রথম শ্রেণির ক্রিকেটে নাসিরের এটি সপ্তম সেঞ্চুরি।

এদিকে রুবেলের তা-বে প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে গেছে রাজশাহী। শেষ ৯ উইকেট হারিয়েছে তারা ৮৯ রানে। ১৭.৪ ওভারে ৫১ রানে রুবেল নেন ৭ উইকেট। নিজের সেরা তো বটেই, চলতি জাতীয় লিগেরও সেরা তার বোলিং ফিগারটি। প্রথম শ্রেণির ক্রিকেটে রুবেলের সেরা বোলিং ছিল ২২ রানে ৫ উইকেট। জাতীয় লিগের প্রথম চার ম্যাচে রুবেল নিতে পেরেছিলেন মাত্র ৬ উইকেট। গতকাল এক ইনিংসেই ছাড়িয়ে গেলেন সেটিকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close