reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০১৯

আপনি জানেন কি?

তৃতীয়

চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ফুটবলার হিসেবে গ্রুপপর্বে টানা ৮ ম্যাচে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। তার আগে এই কীর্তি গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।

মাইলফলক

অ্যারন রামসে জালে বল জড়াতেই টুর্নামেন্টে ৩০০তম গোলের মাইলফলক ছুঁয়েছে জুভেন্টাস। তুরিনের বুড়িদের আগে এই মাইলফলকে পৌঁছেছে আরো পাঁচটি ক্লাব-রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড।

সাফল্য

চ্যাম্পিয়নস লিগে প্রথম ১০ ম্যাচে ৮ গোল করেছেন মাওরো ইকার্দি। ৯টি করে গোল আছে সাদিও মানে, সিমন ইনজাঘি ও হ্যারি কেন।

ইতিহাস

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা ১৫ মৌসুম গোল করার বিরল কীর্তি গড়েছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। দুই সপ্তাহ আগে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন লিওনেল মেসি।

কীর্তি

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের হয়ে ৫০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন বেনজেমা। তার আগে এই কীর্তি গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও রাউল গঞ্জালেস।

ব্যতিক্রম

ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে রেড স্টার বেলগ্রেডকে তাদেরই মাঠে হারিয়েছে টটেনহাম হটস্পার।

অর্জন

পরশু রাতে ম্যানচেস্টার সিটির ডাগ আউটে দাঁড়িয়ে ক্যারিয়ারের ৬০০তম ম্যাচের স্বাদ নিয়েছেন পেপ গার্দিওলা।

প্রথম

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম পরিবর্তিত গোলরক্ষক হিসেবে লাল কার্ড দেখেছেন ম্যানসিটির ক্লাউদিও ব্রাভো।

হ্যাটট্রিক

সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে গোল ও হ্যাটট্রিক করেছেন রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সি ফরওয়ার্ড রদ্রিগো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close