ক্রীড়া প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০১৯

জয়যাত্রা থামল আর্সেনালের

উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরিচিত দল ছিল আর্সেনাল। সেই দলটাই কয়েক বছর ধরে ইউরোপের শীর্ষস্থানীয় প্রতিযোগিতার টিকিট পাচ্ছে না। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে উত্তর লন্ডনের ক্লাবটি। খেলছে ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লিগে। এই টুর্নামেন্টে ভালোই খেলছিল আর্সেনাল। জয় তুলে নিয়েছিল প্রথম তিন ম্যাচে।

অবশেষে ছন্দ হারাল উনাই এমেরির দল। ঘরোয়া প্রতিযোগিতার দুর্দশা গানাররা টেনে আনল ইউরোপা লিগে। বুধবার রাতে গ্রুপপর্বের চতুর্থ ম্যাচে পা হড়কেছে ইংলিশ জায়ান্ট দলটি। বুধবার রাতে আর্সেনালকে ডেকে এনে ১-১ গোলে রুখে দিয়েছে ভিটোরিয়া গুইমারেস। তাতেই থামল লন্ডনের ক্লাবটির জয়যাত্রা।

প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্রয়ের শঙ্কা জাগিয়েছিল আর্সেনাল। সেটা উড়িয়ে দিতে চাইলেন স্কোদ্রান মুস্তাফি। ৮০ মিনিটে দারুণ এক গোল করে এগিয়ে দেন অতিথিদের। এই গোলের ওপর দাঁড়িয়ে জয় দেখছিল আর্সেনাল। কিন্তু ম্যাচের শেষ সময়ে গোল হজম করে বসে তারা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রুনো ডুয়ার্টে সমতায় ফেরান গুইমেরাসকে।

তাতেই জয়বঞ্চিত হলো আর্সেনাল। তবে ড্র করলেও গ্রুপ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে এমেরির দল।

ভিটোরিয়া ১

আর্সেনাল ১

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close