ক্রীড়া প্রতিবেদক

  ২০ অক্টোবর, ২০১৯

শতকে জবাব লিটন-নাঈমের

সাইফ হাসানের দ্বিশতকে রানপর্বত গড়েছিল ঢাকা বিভাগ। লিটন দাসের পর নাঈম ইসলামের শতকে জবাবটা দারুণ দিচ্ছে রংপুর বিভাগও। তাতে ড্রয়ের দিকে যাচ্ছে ম্যাচ। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নেমেই লিটন খেলেছেন ১২২ রানের ইনিংস। এ ওপেনারকে ছাড়িয়ে গেছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান নাঈম। ১২৪ রান করে আছেন অপরাজিত।

কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে রংপুর তুলেছে ৫ উইকেটে ৩৩৪ রান। রংপুর এখনো পিছিয়ে ২২২ রানে। এর আগে সাইফের হার না মানা ২২০ রানের সুবাদে ইনিংসে ৮ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ঢাকা।

হারের মুখে মুশফিকরা

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক দল। রাজশাহীকে হারাতে হলে আজ ম্যাচের চতুর্থ ও শেষদিনে দ্বিতীয় ইনিংসে খুলনাকে করতে হবে ১০৮ রান। হাতে ৯টি উইকেট।

৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা রাজশাহী গুটিয়ে যায় ১৭০ রানে। তাতে নাগালেই থাকে খুলনার লক্ষ্য। ১২৩ রান তাড়া করতে নেমে পড়ন্ত বিকালে এনামুল হক বিজয়ের উইকেট হারিয়েছে তারা। একটি বাউন্ডারি মেরে পরের বলেই শফিউল ইসলামকে উইকেট দেন এ ওপেনার। তৃতীয় দিন শেষে খুলনা তুলেছে ১ উইকেটে ১৫ রান। ইমরুল কায়েস ১১ ও সৌম্য সরকার শূন্য রানে অপরাজিত আছেন।

তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা আল-আমিন হোসেনের পেস তোপ ও আবদুর রাজ্জাকের ঘূর্ণিতে ২০০-এর আগেই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী। দুই বোলারই নেন ৪টি করে উইকেট। ২টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। দুই ইনিংসেই ২২ গজে থিতু হয়ে আউট হয়েছেন মুশফিকুর রহিম। রাজশাহীর এ ব্যাটসম্যান ২৪ করার পর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ৪৭ করে।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর ১ম ইনিংস: ১০৮ ওভার ৩৩৪/৫ (লিটন ১২২, হামিদুল ৯, নাঈম ১২৪*, নাসির ১, আরিফুল ১৭, তানবীর ৫২*; সুমন ৭০/২, শাকিল ৭৭/২, নাজমুল অপু ১০৪/১, তাইবুর ৯/০, শুভাগত ৫৮/০, সাইফ ১১/০)

চট্টগ্রাম ১ম ইনিংস : ৩৫৬ ও ১৯ ওভার ৫০/১ ( পিনাক ৩০*, ইরফান ১১, মমিনুল ৯*; আশরাফুল ১৯/১, গাজী ৫/০।

বরিশাল ১ম ইনিংস : (আগের দিন ১০৪/৪) ৮২.৩ ওভার ২১৬ (আশরাফুল ২১, মোসাদ্দেক ৪, গাজী ৮, নুরুজ্জামান ৬০, শামসুল ১০; মেহেদী ৬৪/২, নোমান ৩৫/২, নাঈম ৬২/৪, আফ্রিদি ২৬/২)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close