ক্রীড়া ডেস্ক

  ১৭ অক্টোবর, ২০১৯

চমকে ঠাসা ওয়েস্ট ইন্ডিজের দুই দল

বিতর্কিতভাবে ফিল সিমন্সকে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই তাকেই আবার ফিরিয়েছেন ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। দায়িত্ব পাওয়ার একদিন পরই মঙ্গলবার রাতে সীমিত ওভারের দুই সংস্করণের দল ঘোষণা করেছেন সদ্যই বার্বাডোজ ট্রিডেন্টসকে সিপিএলের শিরোপা জেতানো সিমন্স।

ক্যারিবীয় কোচের ঘোষিত দলে প্রত্যাশিতভাবেই ঠাঁই পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আলো ছড়ানো লেগ স্পিনার হেডেন ওয়ালস জুনিয়র এবং ওপেনার ব্রেন্ডন কিং। দুই ফরমেটের জন্যই এই মানিকজোড়কে ডেকে পাঠিয়েছেন সিমন্স। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট নিয়েছেন ওয়ালস। ব্রেন্ডন কিং সবচেয়ে বেশি রান করেছেন। এর পুরস্কার হাতেনাতেই পেলেন দুজন।

আগামী মাসে আফগানিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের দুটি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর এক ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ৫ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৩ নভেম্বর থেকে। পরে ২৭ নভেম্বর একমাত্র টেস্টটি খেলবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ফরমেটের সাতটি ম্যাচই অনুষ্ঠিত হবে আফগানদের ‘হোম ভেন্যু’ দেরাদুনে।

দুটি সিরিজের দল ঘোষণায় রীতিমতো চমকে দিয়েছেন সিমন্স। দলে ফিরিয়ে এনেছেন পুরোনো কয়েকজনকেই। নেতৃত্বও রদবদল এলো তাতে। দুই ফরমেটেই কাইরেন পোলার্ডকে অধিনায়ক করা হয়েছে। ক্রিস গেইল ভক্তদের জন্য দুঃসংবাদ, দুই সিরিজের একটির দলেও রাখা হয়নি তাদের প্রিয় ক্রিকেটারকে।

টি-টোয়েন্টি দল : কাইরেন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, এভিন লুইস, শিমরন হেটমায়ার, শেরফানে, রাদারফোর্ড, ব্রেন্ডন কিং, ফ্যাবিয়ান অ্যালান, জেসন হোল্ডার, হেডেন ওয়ালস জুনিয়র, লেন্ডল সিমন্স, খারি পিয়েরি, শেলডন কটরেল, ডিনেশ রামদিন (উইকেটরক্ষক), কেসরিক উইলিয়ামস, আলজারি জোসেফ।

ওয়ানডে দল : কাইরেন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক, এভিন লুইস, শিমরন হেটমায়ার, সুনিল অ্যামব্রিস, নিকোলাস পুরান, ব্রেন্ডন কিং, রোস্টন চেজ, জেসন হোল্ডার, হেডেন ওয়ালস জুনিয়ল, খারি পিয়েরি, শেলডন কটরেল, কিমো পল, আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close