reporterঅনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর, ২০১৯

রোনালদোর ৭০০

ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে ৭০০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরশু রাতে ইউরো বাছাইপর্বে ইউক্রেনের বিরুদ্ধে কাক্সিক্ষত গোলটি পেয়ে যান ‘সিআর সেভেন’। যদিও স্বপ্ন ছোঁয়ার ম্যাচটা ২-১ গোলে হেরে গেছে রোনালদোর পর্তুগাল। তবে দলের হার ছাপিয়ে পাদপ্রদীপের আলোয় চলে এসেছে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের ৭০০ গোলের মাইলস্টোন ইস্যু।

পরিসংখ্যানের আলোকে রোনালদোর গোলগুলো প্রতিদিনের সংবাদের পাঠকের জন্য তুলে ধরা হলো :

গোল : ৭০০ ষ ম্যাচ : ৯৭৩

ক্লাবের হয়ে : ৬০৫ গোল ষ জাতীয় দলের হয়ে : ৯৫ গোল

১ম গোল : ৭ অক্টোবর ২০০২

৭০০তম গোল : ১৪ অক্টোবর ২০১৯

কোন দলের হয়ে কত গোল :

স্পোর্টিং সিপি : ৫ গোল (৩১ ম্যাচে)

ম্যানইউ : ১১৮ গোল (২৯২ ম্যাচে)

রিয়াল মাদ্রিদ : ৪৫০ গোল (৪৩৮ ম্যাচ)

জুভেন্টাস : ৩২ গোল (৫১ ম্যাচে)

পর্তুগাল : ৯৫ গোল (১৬২ ম্যাচে)

যে দেশগুলোর বিপক্ষে সবচেয়ে সফল :

সুইডেন, লাটভিয়া, অ্যান্ডোরা, আর্মেনিয়া

প্রতিটি দলের বিরুদ্ধে সমান ৫টি করে গোল।

যে ক্লাবগুলোর বিপক্ষে সবচেয়ে সফল :

সেভিয়া ২৭টি, অ্যাতলেটিকো মাদ্রিদ ২৫টি, গেটাফে ২৩টি,

সেল্টা ভিগো ২০টি, বার্সেলোনা ১৮টি গোল।

গোল করেছেন : ৪৫৭ ম্যাচে ষ হ্যাটট্রিক : ৫৪ বার

* গোল গড় : ১১২ মিনিট

গোলের ধরন : বুক দিয়ে : ২ গোল ষ হেডে: ১২৮

* ডান পায়ে : ৪৪৪ ষ বাঁ পায়ে : ১২৬

কোন মৌসুমে কত গোল :

* ২০০২-০৩ : ৫টি ষ ২০০৩-০৪ : ৮টি

* ২০০৪-০৫ : ১৬টি

* ২০০৫-০৬ : ১৫টি

* ২০০৬-০৭ : ২৮টি ষ ২০০৭-০৮ : ৪৬টি ষ ২০০৮-০৯ : ২৭টি

* ২০০৯-১০ : ৩৪টি

* ২০১০-১১ : ৫৬টি ষ ২০১১-১২ : ৬৯টি ষ ২০১২-১৩ : ৫৯টি

* ২০১৩-১৪ : ৬২টি

* ২০১৪-১৫ : ৬৬টি ষ ২০১৫-১৬ : ৫৭টি ষ ২০১৬-১৭ : ৫৬টি

* ২০১৭-১৮ : ৫৪টি ষ ২০১৮-১৯ : ৩১টি ষ ২০১৯-২০ : ১১*টি

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে শীর্ষ ৬ গোলদাতা :

জোনেফ বিকান : ৮০৫ গোল

রোমারিও : ৭৭২ গোল

পেলে : ৭৬৭ গোল

ফেরেঙ্ক পুসকাস : ৭৪৬ গোল

জার্ড মুলার : ৭৩৫ গোল

ক্রিশ্চিয়ানো রোনালদো : ৭০০ গোল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close