ক্রীড়া ডেস্ক

  ১৫ অক্টোবর, ২০১৯

বেলজিয়াম-ইতালির সঙ্গী রাশিয়া

১০ জনেও দুর্দান্ত জার্মানি

ম্যাচের শুরুতেই বিপর্যয়ে পড়েছিল জার্মানি। ১৪ মিনিটেই এমরি ক্যানের সরাসরি লাল কার্ডে ১০ জনের দলে নেমে আসে জোয়াকিম লোর দল। তবে একজন খেলোয়াড় কম নিয়েও দাপুটে ফুটবল খেলল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরশু রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে এস্তোনিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানরা।

জার্মানির দারুণ জয়ের রাতে সঙ্গী হয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও রাশিয়া। তিনটি দলই জিতেছে অ্যাওয়ে ম্যাচে। তবে হোঁচট খেয়েছে গত বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া। রোববার ইউরো বাছাইয়ের ম্যাচে লুকা মডরিচদের ১-১ গোলে রুখে দিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস।

তবে সব ছাপিয়ে স্পটলাইটে চলে এসেছে এস্তোনিয়া-জার্মানির ম্যাচটা। যেখানে শুরুতে বিপদে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলেছে জার্মানরা। প্রথমার্ধে ধুঁকতে থাকা জোয়াকিম লোরশিষ্যরা বিরতির পর গোল করেছে তিনটি। জোড়া গোল করেন ইলকাই গুন্ডোগান। তিনবারের ইউরো চ্যাম্পিয়নদের হয়ে শেষ গোলটি করেছেন টিমো ভেরনার। অবশ্য বিরতির আগেই প্রথম গোলটা পেতে পারত জার্মানি। কিন্তু দুর্ভাগ্যক্রমে মার্কোস রয়েসের ফ্রি-কিক এস্তোনিয়ার ক্রসবারে লেগে ফিরে এসেছে। সেই হতাশা অতিথিরা ভুলেছে দ্বিতীয়ার্ধে। এই জয়ে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দুইয়েই রইলো জার্মানরা। সমান ম্যাচ ও পয়েন্টে গোলগড়ে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নেদারল্যান্ডস।

ফেভারিটদের রাতে সাইপ্রাসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ইউরো ২০২০ চ্যাম্পিয়নশিপের মূলপর্বের টিকিট কেটেছে রাশিয়ানরা। শতভাগ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে বেলজিয়াম। তিনে থাকা সাইপ্রাসের সংগ্রহ ১০ পয়েন্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close