reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৯

বাঁকা চোখে

নারীদের ঝলক

বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে গ্যালারিতে ইরানি নারীদের ঝলক! ইসলামি বিপ্লবের পর প্রথমবারের মতো মাঠে বসে খেলা দেখলেন তারা। গতকাল তেহরানের আজাদি স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের বাছাই পর্বে ইরান ও কম্বোডিয়ার মধ্যে খেলায় সৃষ্টি হয়েছে এই নজির।

জানা গেছে, খেলা দেখার জন্য নারীদের জন্য সংরক্ষিত আসনের সব টিকিট আধা ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে। ইরানের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, কাল ১০ হাজার নারী দর্শক আজাদি স্টেডিয়ামে ম্যাচ দেখেছে। ভবিষ্যতে সেখানে নারীদের আসন সংখ্যা বাড়ানো হবে।

৮০-এর দশকে রাজ শাসন থেকে মুক্ত হয় ইরান। তৈরি হয় ইসলামি প্রজাতন্ত্র। তারপর লাগাতার বিশ্ব কূটনীতিতে ঝড় তুলেছে ইরান। এরপর ক্রমাগত এগিয়ে গেলেও ইরানে নারীদের জন্য পুরুষদের ক্রীড়া আসরের গ্যালারিতে বসা নিষিদ্ধ ছিল। কাল সেই আইনটিই ভাঙল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close