ক্রীড়া ডেস্ক

  ১০ অক্টোবর, ২০১৯

মিলানের হটসিটে পিওলি

মাঠের খেলা যেমনই হোক, কোচ বদল করায় এসি মিলানের নাম ডাক খুব। গেল ৫ বছরে ১০ জন নতুন কোচ দেখেছে ইতালির বিখ্যাত দলটি। মার্কো জিয়ামপাওলোর কথায় ধরুন। এই মৌসুমের শুরুতেই এসি মিলানের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তবে কোচ হিসেবে তার স্থায়িত্ব হলো মাত্র সাড়ে তিন মাস। দলের বাজে পারফরম্যান্সের কারণে পরশু জিয়ামপাওলোকে বরখাস্ত করেছে এসি মিলান কর্তৃপক্ষ। পরদিনই তারা আবার ঘোষণা করল নতুন কোচের নাম।

রোসোনেরিদের বস হিসেবে এবার হটসিটে বসলেন স্টেফানো পিওলি। জিয়ামপাওলোর বিদায়ের গুঞ্জন শুরু হতেই বোরিনি-সুসোদের নতুন হেড স্যার হিসেবে শোনা যাচ্ছিল সাবেক দুই ইন্টার কোচ স্টেফানো পিওলি ও লুসিয়ানো স্পালেত্তির নাম। শেষ পর্যন্ত ৫৩ বছর বয়সি পিওলোকেই মনে ধরেছে সাবেক ইউরোপ সেরাদের।

মিলানের ওয়েবসাইটে জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে স্টেফানো পিওলিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিল। ক্লাব কর্তৃপক্ষ তাকে এবং পুরো কোচিং স্টাফকে শুভেচ্ছা জানাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close