ক্রীড়া ডেস্ক

  ১০ অক্টোবর, ২০১৯

কিউইদের ধবলধোলাই করা হলো না যুবাদের

প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাকি দুই ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকে নিজেদের মাঠেই ধবলধোলাই করার। সে লক্ষ্য পূরণ হলো না। চতুর্থ ম্যাচে এসে সিরিজে প্রথম জয়ের দেখা পেয়েছে কিউইরা। কাল বাংলাদেশের যুবাদের ৪ উইকেটে হারিয়েছে তারা।

লিঙ্কনের বার্ট সার্টক্লিফ ওভালে বুধবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৫ রান তোলে বাংলাদেশের যুবারা। দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনের পাশাপাশি হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক আকবর আলি এবং তৌহিদ হৃদয়।

লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে ৫ বল অক্ষত রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ফার্গুস লেলমান ও জেসি ট্যাশকফের দুই হাফ সেঞ্চুরি তাদের ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন। যুবাদের হয়ে ডানহাতি লেগ স্পিনার আসাদউল্লাহ গালিব ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও অভিষেক দাস। সিরিজের শেষ ওয়ানডে আগামী ১৩ অক্টোবর। খেলা হবে একই মাঠে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close