ক্রীড়া প্রতিবেদক

  ১০ অক্টোবর, ২০১৯

‘বিস্ময়কর’ ফলের আশায় বাংলাদেশ

কাতারের মতো এশিয়ান পরাশক্তির সামনে বুক চিতিয়ে ৯০ মিনিট দৌড়ানোই হতে পারে ‘বিশাল’ প্রাপ্তি। জেমি ডে অবশ্য শুধু লড়াই নয়, অঘটনের স্বপ্নও দেখছেন! বাংলাদেশ কোচের আশা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ‘বিস্ময়কর’ ফল উপহার দেবে লাল-সবুজের দল।

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে আয়োজিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল জেমি ডে বলেন, ‘ফুটবলে অনেক কিছুই হয়। বিস্ময়কর ফলও দেখা যায়। আমরা আশাতীত ভালো খেলতে পারলে আর ভাগ্যের সহায়তা পেলে বিস্ময়কর ফল উপহার দেওয়া সম্ভব।’

ফিফা র‌্যাংকিংয়ে ৬২ নম্বরে থাকা কাতারের বিরুদ্ধে ১৮৭ নম্বর দল বাংলাদেশ কতটা লড়াই করতে পারবে? জামাল ভূঁইয়া-নাবিব নেওয়াজ জীবনদের হেড স্যারের উত্তর, ‘সবাই জানে আমাদের জন্য ম্যাচটা ভীষণ কঠিন হতে যাচ্ছে। তবে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দুটি প্রীতি ম্যাচে ভুটানকে হারিয়ে ছেলেরা উজ্জীবিত। কাতারকে রুখে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব আমরা।’

ভুটানের কোচ বলে গেছেন, বৃষ্টিভেজা মাঠে বাংলাদেশের পক্ষে কাতারকেও হারিয়ে দেওয়া সম্ভব। জেমি ডে অবশ্য এ বিষয়ে তেমন আশাবাদী নন, ‘বৃষ্টি হলে হয়তো আমাদের সুবিধা হবে। তবে কাতার যে মানের দল, তাতে বৃষ্টি হলেও তাদের সমস্যা হওয়ার কথা নয়। ফল যা-ই হোক, এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে আসবে আমাদের।’

গেল মাসে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করা কাতার ঢাকা থেকে জয় নিয়ে ফিরতে মরিয়া। যদিও অতিথি দলের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজের ধারণা, জয়ের জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে, ‘ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অনেক কথাই হচ্ছে। আমরা এখন এই (আজকের) ম্যাচের দিকে তাকিয়ে। ফেভারিট হলে আপনাকে তা মাঠেই প্রমাণ করতে হবে। একটা কথাই শুধু বলতে পারি, ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না। কারণ আমরা এমন মাঠে খেলতে অভ্যস্ত নই।’

বোঝাই যাচ্ছে, কাতার কোচের কণ্ঠে বাংলাদেশকে যথেষ্ট সমীহ করার বিষয়টি স্পষ্ট। দুই দলের র‌্যাংকিংয়ের ব্যবধানকেও পাত্তা দিতে রাজি নন তিনি, ‘৯০ মিনিটের ম্যাচে যেকোনো ফলই হতে পারে। র‌্যাংকিং শুধু একটা কাগুজে সংখ্যা। জিততে হলে মাঠে ভালো পারফর্ম করতে হবে।’

কে জানে, প্রতিপক্ষের কোচের কথা মাথায় নিয়ে মামুনুল-ইয়াসিনরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারলে জেমি ডের চাওয়া অনুযায়ী ‘বিস্ময়কর’ ফলটা হয়তো আসলেও আসতে পারে!

বাংলাদেশ-কাতার

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা

ম্যাচ শুরু : সন্ধ্যা ৭:০০টা

সরাসরি : বাংলা টিভি ও বিটিভি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close