ক্রীড়া ডেস্ক

  ০৯ অক্টোবর, ২০১৯

ক্ষমা চাইলেন ডি গিয়া

একবিংশ শতাব্দীতে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসলের বিরুদ্ধেও হেরে গেছে তারা। আট ম্যাচে মাত্র দুবার হাসিমুখে মাঠ ছাড়া পল পগবা-ডেভিড ডি গিয়ারা ঘরের বাইরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। তাতে ৯ পয়েন্ট নিয়ে লিগে এই মুহূর্তে ১২ নম্বরে রয়েছে রেড ডেভিলরা। অবনমনের আওতা থেকে মাত্র ২ পয়েন্ট আগে রয়েছে ওলে গুনার সোলশারের দল।

বিশ্বের অন্যতম ধনী ক্লাবের এমন হতশ্রী পারফরম্যান্সে যারপরনাই হতাশ ম্যানইউ শিবির। সেই হতাশা আচ্ছন্ন করে ফেলেছে দলের অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড ডি গিয়াকেও। তার মতে, ম্যানইউয়ের এই পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়। স্প্যানিশ গোলপ্রহরীর ভাষ্য, ‘ক্লাবে যোগ দেওয়ার পরে এটাই সবচেয়ে কঠিন বছর।’

২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের পরাক্রমশালী ইউনাইটেডে যোগ দিয়েই শিরোপার স্বাদ পেয়েছিলেন ডি গিয়া। অথচ পরের ছয়টা বছর শিরোপার ধারেকাছেও ঘেঁষতে পারছে না তার দল। ২৮ বছর বয়সি তারকার কথায়, ‘এই হারের ধাক্কা কিছুতেই সামলানো যাচ্ছে না। এই ফল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গোটা ম্যাচে সে রকম কোনো সুযোগ তৈরি করতে পারিনি আমরা। ছন্দে ফিরতে গেলে আমাদের এখন অনেক উন্নতি করতে হবে। জানি না, আর কী বলব।’

স্পেনের শেষ প্রহরী আরো বলেন, ‘দলে চোট-আঘাতের সমস্যা রয়েছে। কিন্তু সেটা কোনো অজুহাত হতে পারে না। দুই ম্যাচে একটা গোলও করতে পারিনি আমরা। সমর্থকদের কাছে এই ফলের জন্য ক্ষমা চাইছি। তবে দুঃসময় কাটিয়ে আমরা ছন্দে ফিরবই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close