reporterঅনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর, ২০১৯

মাঠেই মৃত্যু

ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল অপরিসীম। সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষ হয়েও ক্রিকেটের টানে মাঠে ছুটে আসতেন। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাননি। তবুও পৌঁছে গিয়েছিলেন বাইশ গজের চৌহদ্দিতে। প্রশিক্ষিত আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন বহু ম্যাচ।

৫৬ বছরের নাসিম শেখ জীবনের শেষ দিনেও পালন করলেন ভালোবাসার ক্রিকেটের প্রতি নিজের দায়বদ্ধতা। পরশু পাকিস্তানের করাচির ক্লাব পর্যায়ের একটি ম্যাচ পরিচালনার সময় হৃদরোগে আক্রান্ত হন নাসিম। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করাচির গুলবার্গ এলাকার টিএমসি মাঠে লইয়ার্স টুর্নামেন্টের একটি ম্যাচে আম্পায়ারিং করছিলেন নাসিম। ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগে নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গেছে, নাসিম হার্টের রোগী ছিলেন। এ বছরের শুরুতেই তার হার্টে রিং পরানো হয়েছিল। এরপর সুস্থ হয়ে মাঠে ফিরছিলেন ঠিকই। তবে সেই ফেরাটা বেশি দিন স্থায়ী হলো না। সূত্র: এআরওয়াই স্পোর্টস

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close