ক্রীড়া ডেস্ক

  ০৯ অক্টোবর, ২০১৯

সাকিবকে হটিয়ে দুইয়ে জাদেজা

এমনটা হবারই ছিল। গত মাসে তার নেতৃত্বেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাটে-বলে আহামরি কিছুই করতে পারেননি সাকিব আল হাসান। সেটারই খেসারত দিতে হলো জায়গা হারিয়ে।

টাইগার অধিনায়ককে টপকে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিং তালিকার দ্বিতীয় শীর্ষে এখন রবিন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টের দুই ইনিংসে ৭০ রান এবং ৬ উইকেট নিয়েছেন জাদেজা। কাল আইসিসির তরফ থেকে সেই পারফরম্যান্সের পুরস্কারটা হাতেনাতে পেলেন ভারতীয় অলরাউন্ডার। ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে জাড্ডু উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে নেমে যাওয়া সাকিবের পয়েন্ট ৩৯৭। ৪৭২ পয়েন্ট নিয়েছে যথারীতি চূড়ায় অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

জাদেজার পাশাপাশি সুসংবাদ পেয়েছেন তার স্পিন সঙ্গী রবিচন্দ্রন অশ্বিনও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটে নিয়ে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন তিনি। ভারতীয় অফ-স্পিনার চার ধাপ এগিয়ে ১০ নম্বর স্থান দখল করেছেন।

টেস্ট ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন রোহিত শর্মা। সাদা পোশাকে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন ‘হিটম্যান’। সেই সুবাদে এক লাফে ৩৬ থেকে ১৭ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। এ ছাড়া ক্যারিয়ার সেরা ২১৫ রানের ইনিংস খেলে ৩৮ থেকে ২৫ নম্বরে উঠে এসেছেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল।

পেসার মোহাম্মদ শামি দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে এখন ১৬তম স্থানে অবস্থান করছেন তিনি। তবে সতীর্থদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলেও হ্রাস পেয়েছে বিরাট কোহলির রেটিং পয়েন্ট। ২০১৮ সালের জানুয়ারির পর প্রথমবার ৯০০ পয়েন্টের নিচে নেমে গেছেন ভারতের সর্বাধিনায়ক। টেস্টে শীর্ষে থাকা স্টিভেন স্মিথের সঙ্গে কোহলির বর্তমান পয়েন্ট ব্যবধান এখন ৩৮।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close