reporterঅনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর, ২০১৯

বাঁকা চোখে

শঙ্কা দূর

অল্প সময়েই মুদ্রার এপিঠ-ওপিঠ দুই-ই দেখছে টটেনহাম হটস্পার। চলতি বছরেই প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে বিশ্বকে চমকে দিয়েছে স্পার্স- এটা যেমন সত্যি, আবার এ বছরেই ঘরের বাইরে খেলতে গিয়ে ১০ ম্যাচের একটাতেও জয়ের মুখ দেখেনি- বিষয়টা আরো বড় সত্যি। টটেনহামের লাগাতার পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে দলের রক্ষণভাগকেই দুষছেন ফুটবলবোদ্ধারা। গত দুই ম্যাচেই যে ১০ গোল হজম করেছে লন্ডনের ক্লাবটি।

হুট করেই শিষ্যদের এমন ফর্ম পড়ে যাওয়ায় সহজাতভাবেই কাঠগড়ায় তোলা হচ্ছে কোচ মাউরিসিও পচেত্তিনোকে। প্রিমিয়ার লিগে আট ম্যাচে মাত্র তিনটিতে হাসিমুখে মাঠ ছাড়া দলটির বস নাকি চাকরি হারাতে যাচ্ছেন, বাতাসে এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে। তবে সব শঙ্কা তুড়ি মেরে দূর করে দিলেন টটেনহামেরই সাবেক কোচ টিম শেরউড। ২০১৪ সালে পচেত্তিনো দায়িত্ব নেওয়ার আগে পাঁচ মাস স্পার্সের হটসিটে থাকা এই প্রশিক্ষকের দাবি, টটেনহাম কস্মিনকালেও পচেত্তিনোকে চাকরিচ্যুত করবে না।

শেরউডের ভাষ্য, ‘ড্যানিয়েল লেভি (টটেনহামের চেয়ারম্যান) ফুটবল আঙিনার অন্যতম বিচক্ষণ ব্যক্তি। তিনি ভালো করেই জানেন, পচেত্তিনো দায়িত্ব নেওয়ার দলকে কতখানি বদলে দিয়েছেন। ক্লাব ভক্তদের কাছে তিনি (লেভি) আজ এতটা সমাদৃত পচেত্তিনোর কারণেই। তিনি কখনোই তাকে চাকরিচ্যুত করতে পারেন না, এমনকি আগামী ১০ লাখ বছরেও নয়।’ সূত্র : ওপ্টা স্পোর্টস

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close