reporterঅনলাইন ডেস্ক
  ০৬ অক্টোবর, ২০১৯

বাঁকা চোখে

অস্ত্রোপচার

লন্ডনের হাসপাতালে পিঠের অস্ত্রোপচার করালেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পিঠের নিচের অংশে যন্ত্রণা অনুভব করায়, অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। সফল অস্ত্রোপচারের পর, গতকাল সকালে ইনস্টাগ্রামে ক্যাপশনসহ ছবি শেয়ার করেছেন হার্দিক। পিঠ নিয়ে ভুগতে থাকায়, বুধবার লন্ডনের উদ্দেশে পাড়ি দেন ডান-হাতি এই অলরাউন্ডার। ২০১৮ এর ইংল্যান্ড সফর এবং ২০১৯ বিশ্বকাপের সময় যে ডাক্তারের কাছে তিনি চিকিৎসা করিয়েছিলেন, তিনিই হার্দিকের অস্ত্রোপচার করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে থাকলেও, তাকে প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে রাখা হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে আগামী সিরিজে জশপ্রিত বুমরার পর এবার হার্দিক পান্ডিয়াকেও ভারত পাচ্ছে না। ‘লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার’ (চিকিৎসাবিজ্ঞানের ভাষায় স্পন্ডালাইসিস) এ ভোগায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বুমরার না খেলা মোটামুটি নিশ্চিত। গোটা সিরিজেই দলের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে। অস্ত্রোপচারের কারণে এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে না। গত সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপে এ চোট পান তিনি। এশিয়া কাপে প্রথমবার এ চোট পাওয়ার পর যে চিকিৎসক তাকে দেখেছিল, সেই একই চিকিৎসক তার অস্ত্রোপচার করেছেন। হার্দিককে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো নিশ্চিত হয়নি। লন্ডন থেকে দেশে ফেরার পরই বোঝা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close