ক্রীড়া প্রতিবেদক

  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

নির্ভুল ক্রিকেটের অপেক্ষায় ডমিঙ্গো

চার ম্যাচের তিনটিতেই জয়, একটিতে হার। পয়েন্টের শীর্ষে থেকেই ‘ও ভাই’ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলছে নামছে বাংলাদেশ। তবুও শিষ্যদের পারফরমস্যান্সকে ‘নির্ভুল’ মানতে নারাজ টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। বরং আজ সন্ধ্যার শিরোপা নির্ধারণীতে শিষ্যদের কাছ থেকে ‘পারফেক্ট ক্রিকেট’ দেখে আক্ষেপ ঘোচাতে চান তিনি।

গতকাল মিরপুর শেরেবাংলায় ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘এখন পর্যন্ত সিরিজে আমরা নির্ভুল ক্রিকেট খেলতে পারিনি। যদিও ম্যাচ জিতেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো খেলেছি। আবার কিছু কিছু ক্ষেত্রে খুবই গড়পড়তা অবস্থানে রয়েছি। এখনো পারফেক্ট ক্রিকেটের অপেক্ষায় আছি আমরা। ব্যাটিংয়ের সময় শেষ ৫ বা ৬ ওভারে আমরা সেভাবে রান করতে পারছি না। শুরুর ১০ ওভারে আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলছি। আদর্শ বিষয় হতো যদি ১৫ ওভার পর্যন্ত আমরা মাত্র ২ উইকেট হারাতাম। ব্যাটিংয়ে এমন পরিস্থিতি থাকলে শেষের ৫ ওভারে একটা ক্ষেত্র তৈরি করা যায়।’ ফাইনালে তার দল শুরু এবং শেষের ব্যাটিংয়ে সেই ক্ষেত্র তৈরি করছে- এমন দৃশ্যই দেখতে চান সাকিব-মুশফিকদের গুরু।

সিরিজের শেষ দুই ম্যাচে আফগানিস্তান যদি না হারতো, তাহলে আজকের ফাইনালে হট ফেভারিটের তকমা নিয়েই নামতো তারা। কিন্তু জিম্বাবুয়ে এবং বাংলাদেশের কাছে হারের পর আফগান দলের অনেক দুর্বল দিক চিহ্নিত হয়ে পড়েছে। এরপরেও অতিথিদের সমীহ করছেন ডমিঙ্গো, ‘জানি আফগানিস্তান ভালো দল। তবে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কোনো দলকে হারাতে পারি। চ্যালেঞ্জটা এখন পুরোপুরি আমাদের নিজেদের ওপর। আফগানিস্তানকে হারাতে দক্ষতা, সামর্থ্য এবং মানসিকতা- এই তিনটি বিষয়কে একজোট করে ম্যাচ জেতার চ্যালেঞ্জ নিতে হবে।’

ফাইনালের একাদশে খুব একটা বদল আনতে চায়না টিম ম্যানেজমেন্ট। লিটন দাসের সঙ্গে নাজমুল হোসেন শান্তকে সম্ভবত ফাইনালেও ওপেন করার সুযোগ দেওয়া হবে। লেগস্পিনার আমিনুল বিপ্লবের হাতের ইনজুরি এখনো সারেনি। আর তাই দলের পরিকল্পনায় আমিনুল নেই বলে সাফ জানিয়ে দিলেন কোচ, ‘ইনজুরিতে থাকা খেলোয়াড়কে আমি একাদশে রাখতে আগ্রহী নই। হাতে সেলাইয়ের ব্যান্ডেজ নিয়ে সে খেলছে- এমন দৃশ্য আমি দেখতে চাই না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close