ক্রীড়া ডেস্ক

  ২২ সেপ্টেম্বর, ২০১৯

টেস্ট বিরতিতে মঈন আলি

ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিলেন মঈন আলি। ইংলিশ অলরাউন্ডার অবশ্য এখনই টেস্ট থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিচ্ছেন না। তবে আপাতত লাল বলের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন তিনি।

যদিও মঈনের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটা যথাযথ কারণ রয়েছে। সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ড ২০১৯-২০ মৌসুমের টেস্ট ফরম্যাটের যে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে, সেখান থেকে বাদ পড়েছেন তিনি। গত গ্রীষ্মকালীন ক্রিকেটীয় মৌসুমটা তার একেবারেই ভালো যায়নি। এমনকি বিশ্বকাপে ইংল্যান্ডের একাদশ থেকেও ছিটকে পড়েন ৩২ বছর বয়সি ক্রিকেটার।

টেস্ট বিরতির ব্যাপারে ইএসপিএন ক্রিকইনফোকে ‘বাংলাদেশের জামাই’ বলেন, আমি আপাতত টেস্ট থেকে দূরে থাকতে চাই। নিজের ব্যাটিংটা উপভোগ করতে চাই। এই বিরতিতে সেটা কাজে লাগাতে চাই। আমি পরিবারের সঙ্গেও কিছুটা সময় কাটাতে চাই। আমি শেষ পাঁচ বছর ইংল্যান্ডের হয়ে একটানা ক্রিকেট খেলেছি।’

ধর্মভীরু মঈন আরো বলেন, ‘গত কয়েকটা মাস বেশ ধকল গেছে। তাই টেস্ট ক্রিকেটে থেকে কিছুটা দূরে থেকে দেখতে চাই কী হয়। ভবিষ্যতে অবশ্যই টেস্টে ফিরতে চাই। তবে তার আগে নিজেকে একটু তরতাজা করে নিতে চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close