ক্রীড়া প্রতিবেদক

  ১৮ সেপ্টেম্বর, ২০১৯

জিতলেই ফাইনালে বাংলাদেশ

‘ও ভাই’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আফগানিস্তান। সমান সংখ্যক ম্যাচে এক হারে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। পক্ষান্তরে দুটি ম্যাচেই জয়হীন থাকায় পয়েন্টশূন্য জিম্বাবুয়ের অবস্থান তলানিতে।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে হ্যামিল্টন মাসাকাদজাদের প্রতিপক্ষ বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে আক্ষরিক অর্থেই ম্যাচটিতে জিম্বাবুয়েনদের জয়ের বিকল্প নেই। হেরে গেলেই বেজে যাবে বিদায়ঘণ্টা। আর বাংলাদেশ উঠে যাবে ফাইনালে। কেননা এরপর জিম্বাবুয়ের হাতে থাকবে একটিমাত্র ম্যাচ। সেখানে আফগানদের হারালেও লাভ নেই। আর যদি এই ম্যাচে বাংলাদেশকে হারাতে পারে, তবেই টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। সে ক্ষেত্রে অবশ্য অপেক্ষা বাড়বে বাংলাদেশের।

তবে বাংলাদেশ সেই অপেক্ষায় থাকতে চাইছে না। মিরপুর শেরেবাংলায় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম জয় তুলে নেওয়ার পর বন্দর নগরীতেও পূর্ণ পয়েন্টের আশায় টাইগাররা। যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে রশিদ-মুজিব ঘূর্ণি যাদুতে নাকাল হয়ে ঘরের মাঠে নিজেদের সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করেছেন সাকিব-মুশফিকরা। ক্রিকেটে মাত্র ১০ বছর বয়সি আফগানদের চোখ ধাঁধানো পারফরম্যান্স অঙ্গুলি নির্দেশ করেছে ৩৩ বছর বয়সি বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির দিকেও।

ঠিক এমন অবস্থার মধ্য দিয়ে যাওয়া স্বাগতিক দলটি নিঃসন্দেহে আজকের ম্যাচটিতে প্রবল বিক্রমে ঘুরে দাঁড়াতে চাইবে। টানা দুই ম্যাচে ব্যাটিং, বোলিংয়ের দুর্দশার পুনরাবৃত্তি নিশ্চয়ই এই ম্যাচটিতে দেখতে চাইবে না। তবে জিম্বাবুয়েও যে হাত-পা গুটিয়ে বসে থাকবে না, সে কথাও কিন্তু নির্দিধায় বলা যায়। বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট হাতছাড়া হওয়ার উপক্রম হওয়ায় তারাও চাইবে সাগরিকায় প্রথম ম্যাচেই বাজিমাত করতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close