ক্রীড়া প্রতিবেদক

  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

সৌম্য বাদ

দলে তিন নতুন মুখ

আফগানিস্তানের কাছে হতাশাজনক হারের পর বাংলাদেশ দলে এসেছে ব্যাপক পরিবর্তন। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পরের দুই ম্যাচের জন্য স্কোয়াড করা হয়েছে ১৫ সদস্যের। বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে এসেছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। দলে যোগ হয়েছে আরো দুই নতুন মুখ। সদ্যই অনূর্ধ্ব-১৯ পেরিয়ে আসা নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লবকে সুযোগ করে দেয়া হয়েছে জাতীয় দলে।

অসুস্থতার কারণে দলে নেই নতুন আসা ইয়াসিন আরাফাত মিশু। হঠাৎ স্কোয়াডে যোগ হওয়া আবু হায়দার রনিও বাদ পড়েছেন ইয়াসিনের মতো ম্যাচ না খেলেই। তাদের জায়গায় দলে এসেছেন দুই অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম। না খেলেই বাদ পড়েছেন অফ স্পিনার মেহেদী হাসানও।

টি-টোয়েন্টি দল গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের পা রেখেছেন। ত্রিদেশীয় সিরিজের পরের তিনটি ম্যাচ বন্দর নগরীতে হবে। ফাইনাল মিরপুরে।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন,

নাঈম শেখ, আমিনুল বিপ্লব,

নাজমুল হোসেন শান্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close