ক্রীড়া ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

পঞ্চম হয়ে দেশে ফিরছে মেয়েরা

এয়ার এশিয়া জুনিয়র নারী এএইচএফ কাপ হকির এবারের আসরটা বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। যদিও নিজেদের পারফরম্যান্সের কারণে নয়, অংশগ্রহণের জন্য। লাল-সবুজের জার্সিতে এবারই যে প্রথম কোনো আন্তর্জাতিক হকির আসরে অংশ নিয়েছিল মেয়েরা। টুর্নামেন্টে অবশ্য পঞ্চম হয়েছে তারা। সব ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যা ৬টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে দেশের মেয়েরা।

সিঙ্গাপুরে গতকাল শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-২ গোলে হেরে মিশন শেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। সেংক্যাং স্টেডিয়ামে ৫ মিনিটেই চ্যাং লি সিনের ফিল্ড গোলে এগিয়ে যায় তাইপে। তবে ১১ মিনিটে জুরাইয়া ফেরদৌস জয়িতার পেনাল্টি কর্ণারে সমতায় ফেরে বাংলাদেশ। ২১ মিনিটে কু টিং ইউর ফিল্ড গোলে আবার পিছিয়ে পড়ে বাংলার মেয়েরা। এরপর ২৯ মিনিটে ফিল্ড গোলে চাং লি সিন ব্যবধান করেন ৩-১। ৩১ মিনিটে কু চেন ইর পেনাল্টি স্ট্রোকে হালি পূরণ হয় চাইনিজ তাইপের। ৩২ মিনিটে জুরাইয়া ফেরদৌস জয়িতার পেনাল্টি কর্ণারে আরো এক গোল কেবল পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে। শেষ পর্যন্ত ৪-২-এর হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

মাচের পর এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) প্রধান নির্বাহী তৈয়ব ইকরামকে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) পক্ষ থেকে স্মারক উপহার দেন সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। স্মারক উপহার দেওয়া হয় প্রতিপক্ষ চাইনিজ তাইপেকেও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close