reporterঅনলাইন ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

বাঁকা চোখে

ফিরছেন ক্লাইস্টার্স

আবারও অবসর ভেঙে টেনিস কোর্টে ফেরার ঘোষণা দিয়েছেন নারী এককের সাবেক নাম্বার ওয়ান তারকা কিম ক্লাইস্টার্স। চারবারের গ্র্যান্ড সø্যামজয়ী এই তারকা ২০২০ সালে ডব্লিউটিএ ট্যুরের মাধ্যমে আবারও প্রতিযোগিতামূলক খেলায় ফিরবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্লাইস্টার্স।

যদিও বেলজিয়ান সুন্দরীর অবসর ভেঙে ফিরে আসার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেই ২০০৭ সালে সবাইকে অবাক করে দিয়ে অবসর নিয়েছিলেন তিনি। বিয়ে করে সন্তানের মা হওয়ার প্রত্যাশা ফুটে উঠেছিল তখন ক্লাইস্টার্সের চোখে-মুখে, যে কারণে টেনিসকে বিদায় জানিয়েছিলেন। যদিও সে অবসর টিকেছিল দুই বছর। পরে কোর্টে আরো তিনটি গ্র্যান্ড সø্যাম জেতেন ক্লাইস্টার্স। এরপর ২০১২ সালে আবারও খেলা ছাড়ার ঘোষণা দেন। দীর্ঘ ৭ বছর কোর্ট থেকে দূরে থাকার পর ফের টেনিসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সি তারকা।

কিন্তু আবারও কী ভেবে টেনিসে ফেরার সিদ্ধান্ত নিলেন? ক্লাইস্টার্স জানালেন, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কাজ করেছে বেশকিছু কারণ। তার কথায়, ‘সেরেনা উইলিয়ামস বা ভিক্টোরিয়া আজারেঙ্কার মতো খেলোয়াড়রা মা হওয়ার পরও নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে টেনিস খেলে যাচ্ছেন, তাই এটা একটা অনুপ্রেরণা আমার জন্য।’

কাউকে কোনো কিছু প্রমাণ করার উদ্দেশ্য নয়, বরং নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্যই কোর্টে নামতে চাচ্ছেন তিনি, ‘আমার কাছে এই সিদ্ধান্তটা স্রেফ একটা চ্যালেঞ্জ। আবারও শক্তিশালী খেলোয়াড় হিসেবে নিজেকে দেখতে চাই। এটা আমার ম্যারাথন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close