দলগত ইভেন্টে রৌপ্য জয়
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
এশিয়ান ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে দুটি স্বর্ণ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। রিকার্ভের একক ইভেন্টে স্বর্ণ জিতে দেশকে গর্বিত করেছেন রোমান সানা। কিন্তু দলগত ইভেন্টে স্বর্ণ জেতা হয়নি বাংলাদেশের। দলীয় প্রতিযোগিতার ফাইনালে রূপা জিতেছে আর্চারি দল।
পুরুষদের দলে রোমান ছাড়া আরো ছিলেন মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ। সেমিফাইনালে তারা মালয়েশিয়াকে ৫-৩ সেটের ব্যবধানে হারিয়েছিলেন। ফাইনালে চীনের বিপক্ষে হার সেই ৫-৩ সেটের ব্যবধানেই।
এদিকে, মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে চীনা তাইপেকে ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই ইভেন্টেও বাংলাদেশ দলের ভরসা ছিলেন রোমান সানা। তার সঙ্গী ছিলেন বিউটি রায়।
"