ক্রীড়া ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

মেগানের ইতিহাস

নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার মেগান শাট। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই কীর্তি গড়েন মেগান। ওয়ানডেতে এটি তার প্রথম হ্যাটট্রিক।

পুরুষ ও নারীদের ক্রিকেট মিলিয়ে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সপ্তম হ্যাটট্রিক করা বোলার মেগান। গত বছর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ২৬ বছর বয়সি মেগান।

অথচ ইতিহাস গড়া ম্যাচে ৯.৩ ওভার বল করেও কোনো উইকেট পাননি মেগান! এরপরই চমক। শেষ ওভারের বাকি তিন বলে নেন ৩ উইকেট। উইন্ডিজের চিনেলে হেনরি, কারিশমা রামহারাক ও অ্যাফি ফ্লেচারকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন অজি পেসার।

তার বোলিং ফিগার ১০-২-২৪-৩! ওয়েস্ট ইন্ডিজ ১৮০ রানে অলআউট হওয়ার পর ৮ উইকেটে জয় নিশ্চিত করে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। মেয়েদের ওয়ানডেতে ১১তম হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত মেগান বলেন, ‘এক ওভারে সবকটি উইকেট পাওয়া দারুণ ব্যাপার। ভাগ্যেরও দরকার হয়। ইনিংসের শেষ ওভার ছিল, হয় আপনাকে ছয় মারবে কিংবা আপনি উইকেট পাবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close