reporterঅনলাইন ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

মুক্তি

অবশেষে গৃহবধূ নির্যাতনের অভিযোগ থেকে মুক্তি পেলেন যুবরাজ সিং এবং তার পরিবার। বিগ বস ১০-এর প্রতিযোগী আকাক্সক্ষা শর্মা ৪ বছর আগে স্বামী জোরাভর সিং, শাশুড়ি শবনম সিং ও দেবর যুবরাজের বিরুদ্ধে এ মামলা করেন।

তার ওপর সিং পরিবার মানসিক ও অর্থনৈতিক অত্যাচার করেছে বলে অভিযোগ করেন আকাক্সক্ষা। শুধু তাই নয়, যুবরাজের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনেন তিনি। তার দাবি, ভাই জোরাভর ও মা শবনমের সঙ্গে চক্রান্ত করে তার ওপর মানসিক অত্যাচার করতেন যুবরাজও।

আকাক্সক্ষার অভিযোগের ভিত্তিতে মামলা গড়ায় আদালত পর্যন্ত। সেই মামলায় এবার স্বস্তি ফিরল যুবি পরিবারে। আইনি টানাপোড়েনের পর আকাক্সক্ষা-জোরাভরের বিবাহবিচ্ছেদের রায় দিয়েছেন ভারতের আদালত। এর পরই সিং পরিবারের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের মামলা তুলে নেন আকাক্সক্ষা। সেই সঙ্গে যুবরাজ, জোরাভরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন সাবেক বিগ বিস পারফর্মার। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আদালত আমাদের দাম্পত্য জীবনে বিবাহবিচ্ছেদের সম্মতি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আমি আমার অভিযোগ প্রত্যাহার করছি। অভিযোগের কারণে যুবরাজ বা তার পরিবারের কোনো ধরনের সম্মানহানি হয়ে থাকলে আমি দুঃখিত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close