reporterঅনলাইন ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

ক্ষোভ

নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে যাচ্ছেন না শ্রীলঙ্কার ১০জন সিনিয়র ক্রিকেটার। লাসিথ মালিঙ্গা থেকে শুরু করে থিসারা পেরেরা-অ্যাঞ্জেলো ম্যাথুসরা রয়েছেন এই দলে। লঙ্কান ক্রিকেটারদের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাবেক পাকিস্তানি স্পিড স্টার শোয়েব আখতার। টুইটারে মালিঙ্গাদের এই সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন শোয়েব।

টুইটারে একাধিক পোস্টে নিজের হতাশার কথা ছুঁড়ে দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। শোয়েব লিখেছেন, ‘যে ১০ ক্রিকেটার পাকিস্তানে খেলতে আসতে রাজি নন, তাদের প্রতি আমি অসন্তুষ্ট। পাকিস্তান সব সময় শ্রীলঙ্কার ক্রিকেটকে সমর্থন করে এসেছে। সম্প্রতি শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন সন্ত্রাসী হামলা হওয়ার পর পাকিস্তানই সে দেশে প্রথম বিদেশি দল হিসেবে অনূর্ধ্ব-১৯ দল পাঠিয়েছিল।’

কিছু ক্ষণের মধ্যেই রিটুইট করেন শোয়েব, ‘১৯৯৬ বিশ্বকাপের কথা কে ভুলতে পারে? অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ যখন শ্রীলঙ্কায় তাদের দল পাঠাতে অস্বীকার করেছিল, পাকিস্তান তখন প্রীতি ম্যাচ খেলার জন্য ভারতের সঙ্গে তাদের দল পাঠিয়েছিল কলম্বোয়। আমরা সৌজন্য আশা করেছিলাম। তাদের ক্রিকেট বোর্ড এ বিষয়ে সহযোগিতা করছে। ক্রিকেটারদেরও করা উচিত ছিল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close