ক্রীড়া প্রতিবেদক

  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

আফগানদের প্রশংসায় মিরাজ

চট্টগ্রাম টেস্টে ব্যাকফুটে থাকলেও, এখনো নাটকীয় কিছুর স্বপ্ন দেখছেন মেহেদী হাসান মিরাজ। এই টেস্টে জিততে হলে, চতুর্থ ইনিংসে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। তবুও আশা ছাড়ছেন না এই স্পিনার। তবে, নবাগত হলেও, আফগানিস্তান ক্রিকেট দল টেস্টে দ্রুতই মানিয়ে নিয়েছে। তাই আফগানদের প্রশংসায় ভাসিয়েছেন মিরাজ।

হ্যাঁ, ক্রিকেটে অভাবনীয় কিছু হতেই পারে। পরিসংখ্যান নয়, মাঠের খেলাই মুখ্য। তাই বলে কি পরিসংখ্যানকে ফেলে দেওয়া যাচ্ছে? টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা ২১৫ রানের। আর চট্টগ্রামে তো রান তাড়ায় কখনোই জেতেনি স্বাগতিকরা।

বিশ্ব ক্রিকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করাটাকে যেকোনো দল যেকোনো উইকেটে কঠিন মনে করলেও, কীভাবে যেন এখনো আত্মবিশ্বাসী মিরাজ।

আফগানিস্তান শিবিরে জয়ের সুবাতাস বইছে। মাত্রই তৃতীয় টেস্ট খেলা আফগানদের সামনে ২০ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশ দলের নিজেদের মাটিতে কেনো এমন ভগ্নদশা?

২০১৮ সালে ঢাকা টেস্টে চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামার আগেও জাদুকরী কিছুর খোঁজে ছিলেন মিরাজ।

মিরপুরের সেই সংবাদ সম্মেলনের পর কেটেছে প্রায় এক বছর। প্রতিপক্ষ আর ভেন্যু বদলালেও আবারও একই পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ দল। এবারও স্বপ্নবাজ মিরাজ। মহা কঠিন জয় করতে পারবে তো বাংলাদেশ? ভয়টা থেকেই যাচ্ছে টাইগারদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close