reporterঅনলাইন ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

নাইকির দূতিয়ালি

ক্রীড়া জগতে সবচেয়ে খ্যাতনামাদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলমেশিন শুধু দেশ পর্তুগাল ও ক্লাব জুভেন্টাসের হয়ে খেলে অর্থ আয় করেন না। বিভিন্ন বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রীর দূতিয়ালি করেও আয় করেন শত শত কোটি টাকা।

প্রতি বছর রোনালদো তার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নাইকি থেকে কত আয় করেন তা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য, বছরে ১৬২ মিলিয়ন ইউরো! টাকার হিসেবে সেই অঙ্ক ১ হাজার ৫১০ কোটিরও বেশি! এ ছাড়া পর্তুগিজ উইঙ্গারের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে ‘সিআর সেভেন প্রোডাক্টস’ নামে। আয় আসে সেখান থেকেও।

রোনালদোর এই আয়ের উৎসের তথ্য ফাঁস করেছে ডের স্পেগেল। মূলত জার্মানির এই প্রকাশনাটি ফুটবলের গোপন খবর ফাঁস করার কারণে বিখ্যাত। ডের স্পেগেল জানায়, দীর্ঘদিন ধরে রোনালদো এ ক্যাটাগরির এক ক্লাবে খেলছেন, প্রতি বছর তাকে ১৬২ মিলিয়ন ইউরো পরিশোধ করা হয় নাইকি থেকে।

এ ছাড়া ব্যালন ডি’অর বা ফিফা বেস্ট প্লেয়ার জিতলে বোনাস হিসেবে তার পকেটে ঢুকবে আরো চার মিলিয়ন ইউরো করে।

ডের স্পেগেলের গোপন এই তথ্য ফাঁসের ব্যাপারে নাইকির তরফে বলা হয়েছে, ‘আমরা অ্যাথলেটদের চুক্তির ব্যাপারে জনসম্মুখে কোনো মন্তব্য করি না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close