ক্রীড়া ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

প্রত্যাবর্তনেই ব্রাজিলকে বাঁচালেন নেইমার

ব্রাজিল ২ : ২ কলম্বিয়া

জাতীয় দলের জার্সিতে তিন মাস পর ফিরলেন নেইমার। শুরু থেকে নান্দনিক ফুটবল উপহার দিয়ে যাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের শুরুর দিকে তারকা এ ফরওয়ার্ড পেয়ে যান গোলের দেখা। এর ফলে কলম্বিয়ার বিপক্ষে হার এড়িয়েছে ব্রাজিল। মায়ামিতে কাল সকালে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ব্রাজিল। এদিন ম্যাচের শুরুর দিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুতেই এগিয়ে দিয়েছিলেন ক্যাসেমিরো। কিন্তু দ্রুত সময়ের ব্যবধানে লুইস মুরিয়েল দলটির জালে দুবার বল জড়িয়ে লিড এনে দেয় কলম্বিয়াকে। শেষ পর্যন্ত অবশ্য নেইমারের গোলে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে টিটের শিষ্যরা।

কাল ম্যাচের শুরু থেকেই কলম্বিয়া শিবিরে আক্রমণ করে ব্রাজিল। সেই ধারাবাহিকতায় ১৯তম মিনিটে নেইমারের বাঁকানো কর্নারে ছোট ডি-বক্সের মুখ থেকে হেডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন ক্যাসেমিরো। কিন্তু এর ৬ মিনিট পরই হতাশ হতে হয় সেলেসাওদের। কেননা সে সময় কলম্বিয়া ফরওয়ার্ড মুরিয়েল ডি-বক্সে ফাউলের শিকার। সঙ্গে সঙ্গে পেয়ে যায় দলটি পেনাল্টি। সে সুযোগে তিনিই গোল করেন। এদিকে ম্যাচের ৩৪তম মিনিটে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মুরিয়েল। তাতে ১-২ গোলে পেছনে পড়ে ব্রাজিল। স্বাভাবিকভাবেই সে সময় বেশ হতাশই মনে হয়েছিল তিতের শিষ্যদের। বিরতির পর অবশ্য দ্রুত সময়ের মধ্যে স্বরূপে ফিরে ব্রাজিল। এজন্য সামনে থেকে সেলেসাওদের নেতৃত্ব দেন নেইমার। ৫৮তম মিনিটেই গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান তিনি। এরপর আর কোনো দল জালের দেখা না পেলে ২-২ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close