reporterঅনলাইন ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

ইতিহাস

বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। ওই রাতেই ইতিহাস রচনা করেছে থাইল্যান্ডের মেয়েরা। পাপুয়া নিউ গিনিকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ফলে বাছাই পর্ব উতড়িয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্ব আসরে সালমা-জাহানারাদের সঙ্গী হলো থাই মেয়েরা। স্কটল্যান্ডের ফোর্টহিল ক্রিকেট গ্রাউন্ডে পরশু রাতের অনুষ্ঠিত ওই ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে থাইল্যান্ড। প্রথমে ব্যাট করে থাই নারীদের সামনে কেবল ৬৮ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছিল পাপুয়া নিউ গিনি। থাই নারীদের পক্ষে নারুয়েমল চাওয়াই সর্বোচ্চ ৩২ রান করেন। এ ছাড়া নাত্তাকাম চান্তাম করেন ১৮ রান, নাত্তাপাত কনচারেনকাই অপরাজিত থাকেন ১৬ রান করে। তাতে ১৫ বল এবং ৮ উইকেট অক্ষত রেখেই ইতিহাসে নাম লেখায় থাইল্যান্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close