ক্রীড়া প্রতিবেদক

  ২৫ আগস্ট, ২০১৯

বৃথা গেল সাইফের সেঞ্চুরি

বৃষ্টি আইনে সিরিজ শ্রীলঙ্কার

১১৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেছিলেন মোহাম্মদ সাইফ হাসান। বাংলাদেশও পেয়েছিল দারুণ এক সংগ্রহ। কিন্তু দিনশেষে হাসিটা মলিন হয়ে গেছে টাইগার ইমার্জিং দলের। পাথুম নিশাঙ্কার হার না মানা এক ঝড়ে বৃষ্টি আইনে শ্রীলঙ্কান ইমার্জিং দল ৭ উইকেটে জিতে যাওয়ায় সিরিজ হাতছাড়া করেছে নাজমুল হোসেন শান্তর দল।

কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৬৯ রান তোলে বাংলাদেশ। উদ্বোধনী সঙ্গী মোহাম্মদ নাইম ৬ রানে ফিরলেও দলের রানের চাকা সচল রাখেন সাইফ। শেষ পর্যন্ত ১৩০ বল খেলে ৪টি চার ও ৭টি ছক্কায় ১১৭ রান তুলে ফেরেন সাজঘরে।

সাইফের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ এসেছে আফিফ হোসেনের ব্যাটে। ৭০ বলে ৬৮ রান করেন এই অলরাউন্ডার। ৩৯ করেছেন অধিনায়ক শান্ত।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলেন লঙ্কান ওপেনার নিশাঙ্কা। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৪ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান তোলার পর খেলা থামিয়ে দেয় বৃষ্টি। পরে বৃষ্টি আইনে জয় পায় লঙ্কান ইমার্জিং দল।

৮টি চার ও ৫টি ছক্কায় ৭৮ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা নিশাঙ্কা। তার ব্যাটিং তা-বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার থেকে খুলনাতেই দুই দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close