ক্রীড়া ডেস্ক

  ২৩ আগস্ট, ২০১৯

বাংলাদেশের মিশন শুরু আজ

পশ্চিমবঙ্গের কল্যাণীতে ভারত-নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে কাল পর্দা ওঠেছে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের। যেখানে বড় জয় পেয়েছে ভারত। এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশও। আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে চ্যাম্পিয়ন বাংলাদেশ। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে লাল-সবুজ বাহিনীর ম্যাচটি হবে স্থানীয় সময় দুপুর ১২টায়।

ছয় দলের টুর্নামেন্টটি এবার রবিন লিগ পদ্ধতির, শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। আজ ভুটান, ২৫ আগস্ট শ্রীলঙ্কা, ২৭ আগস্ট নেপাল ও ২৯ আগস্ট ভারতের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

গত বছর নেপালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছিল বাংলাদেশ। এবারও থাকছে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ; তবে এবার নেই পাকিস্তান।

লাল-সবুজদের শিরোপা ধরে রাখার শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম প্রস্তুতি ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রাব্বি-পলাশরা। এই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। উদ্বোধনী দিনে দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে শীর্ষে আছে স্বাগতিক ভারত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close