ক্রীড়া ডেস্ক

  ২২ আগস্ট, ২০১৯

এখন থেকে পেনাল্টি নেবেন রাশফোর্ড

উলভসের বিপক্ষে পল পগবা শুধু পেনাল্টি মিস করেননি, দলকে হারিয়েছেনও। ওই পেনাল্টি মিস এবং দলের হারে জল গড়িয়েছে অনেকদূর। বর্ণবাদের শিকার হতে হয়েছে পগবাকে। তা নিয়ে ম্যানইউকে বিবৃতি দিতে হয়েছে। ম্যানইউয়ের নেতৃত্ব এবং ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আগের মৌসুমে পেনাল্টিতে গোল মিস করা পগবাকে কেন আবার শট নেওয়ার দায়িত্ব পেলেন? মৌসুমের শুরুতে পেনাল্টি থেকে চেলসির বিপক্ষে গোল করা মার্কোস রাশফোর্ডকে কেন দায়িত্ব দেওয়া হলো নাÑ এসব প্রশ্নও ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সোলসকায়েরকেও শুনতে হয়েছে সমালোচনা। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা জুভেন্টাস-ম্যানসিটির নির্ধারিত ফুটবলারই সাধারণত পেনাল্টি নেন। ম্যানইউয়ের তেমন কেউ নেই কেনÑ এমন প্রশ্নও উঠেছে। ম্যানইউ কোচ তাই এবার পেনাল্টি নেওয়ার দায়িত্ব দিলেন তরুণ ফরওয়ার্ড মার্কোস রাশফোর্ডকে। এখন থেকে মাঠে থাকলে তিনিই ম্যানইউয়ের পেনাল্টি শট নেবেন। সংবাদমাধ্যম দ্য সানের মতে, ম্যানইউ কোচ সোলসকায়ের তার দলের সদস্যদের বলেছেন, এখন থেকে পেনাল্টি রাশফোর্ডই নেবেন। ম্যানইউ মৌসুমের প্রথম লিগ ম্যাচে শক্তিশালী চেলসির বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধান জেতে। ওই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন ইংলিশ ফরওয়ার্ড রাশফোর্ড। অথচ উলভসের বিপক্ষে ১-১ গোলে সমতা করে তারা। হারায় গুরুত্বপূর্ণ পয়েন্ট।

ম্যাচের প্রথমার্ধে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানইউ। উলভ আবার সেই গোল শোধ দেয়। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিতে পেনাল্টি পায় ম্যানইউ। ওমন মুহূর্তে পেনাল্টি পাওয়া মানে দলের জয় ঘরে এসে উঠা। কিন্তু প্যাট্রিক লুই পগবার শট ফিরিয়ে দেন। পগবাকে শুনতে হয় দুয়ো। এবার তাই সাবেক জুভেন্টাস তারকা পগবার বদলে পেনাল্টির স্থায়ী সমাধান হিসেবে রাশফোর্ডকে বেছে নিল ম্যানইউ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close