ক্রীড়া ডেস্ক

  ২০ আগস্ট, ২০১৯

চ্যাম্পিয়ন মেদভেদেভ

সিনসিনাটি মাস্টার্সের সেমিফাইনালে নোভাক জোকোভিচকে বিদায় করে ফাইনালে জায়গা করে নেন রাশিয়ার দানিল মেদভেদেভ। সেই মেদভেদেভই বেলজিয়ামের ডেভিড গফিনকে সরাসরি সেটে হারিয়ে জিতেছেন নিজের ক্যারিয়ারের প্রথম এটিপি মাস্টার্স শিরোপা।

ফাইনালের প্রথম সেটটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন মেদভেদেভ। হারিয়েছেন ৭-৬, ৬-৪ গেমে। এই জয়ের পর র‌্যাঙ্কিংয়েও উন্নতি হতে যাচ্ছে ২৩ বছর বয়সি এই রাশিয়ানের। আট থেকে ওঠে আসবেন পাঁচে। মন্ট্রিয়লে ফাইনালে পৌঁছালেও শিরোপাবঞ্চিত হয়েছিলেন মেদভেদেভ। অবশেষে শিরোপা জিততে পেরে বিস্ময়কর অনুভূতির কথা বলছেন তিনি, ‘এই তিন সপ্তাহে অসংখ্য সমর্থন পেয়েছি। অবশেষে ট্রফি উঁচিয়ে ধরতে পারার অনুভূতিটা বিস্ময়কর লাগছে।’ এদিকে মেয়েদের এককে বিজয়ী হয়েছে মেডিসন কিস। ফাইনালে তিনি হারিয়েছেন দুটি গ্র্যান্ড সø্যাম বিজয়ী সেভতলানা কুজনেতসোভাকে। তার জয়টা ছিল ৭-৫, ৭-৬ (৭-৫) গেমে। এই জয়ে র‌্যাঙ্কিংয়েও প্রভাব ফেলছে কিসের। ১৮ নম্বর থেকে চলে আসছেন শীর্ষ দশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close