ক্রীড়া ডেস্ক

  ২০ আগস্ট, ২০১৯

ফের জয় অধরা চেলসির

দীর্ঘ ২৩ বছরের খরা কাটিয়ে ম্যাসন মাউন্ট স্ট্যামফোর্ড ব্রিজে ইতিহাস গড়লেন। এরপরও জয়টা অধরাই রইল চেলসির। নতুন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে প্রথম তিন ম্যাচে জয়ের মুখ দেখতে ব্যর্থ ব্লুজরা। তবে আশার কথা এই যে, ল্যাম্পার্ডের প্রশিক্ষণে তৃতীয় ম্যাচে অন্তত হারতে হলো না চেলসিকে।

রোববার নিজেদের ডেরায় প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লন্ডনের ক্লাবটিকে। এর আগে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল চেলসি। পরে লিভারপুলের বিরুদ্ধে টাই ব্রেকারে হেরে উয়েফা সুপার কাপের খেতাব হাতছাড়া করতে হয় তাদের। চেলসির হয়ে ম্যাচের শুরুতেই গোল করেন ম্যাসন মাউন্ট। ৭ মিনিটের মাথায় লেস্টারের বক্সের সামনে উইলফ্রেড এনডিডির ভুলের সুযোগ নিয়ে তাদের জালে বল জড়িয়ে দেন ২০ বছরের তরুণ। ম্যানইউ ম্যাচ দিয়ে প্রথমবার চেলসির জার্সি গায়ে চাপানো মাউন্টের এটিই ছিল স্ট্যামফোর্ড ব্রিজে আত্মপ্রকাশ। প্রথম ম্যাচেই গোল করে চমক দেওয়া ছাড়াও ২৩ বছর আগের এক নজির ভেঙে দেন তিনি।

ইংল্যান্ডের কোনো ম্যানেজারের অধীনে চেলসির হয়ে ইংল্যান্ডেরই কোনো ফুটবলার গোল পেলেন দীর্ঘ ২৩ বছর পর। শেষবার ১৯৯৬ সালে ডেনিস ওয়াইজ দ্য ব্লুজদের হয়ে ব্ল্যাকবার্নের বিরুদ্ধে গোল করেছিলেন গ্লেন হোডলের কোচিংয়ে।

দ্বিতীয়ার্ধে পাপমোচন করেন সেই এনডিডি। তার গোলেই ম্যাচে সমতা ফেরায় লেস্টার। ৬৭ মিনিটে জেমস ম্যাডিসনের পাস থেকে বল জালে জড়িয়ে চেলসির জয়ের স্বপ্নে জল ঢেলে দেন তিনি।

২০১২-১৩ মৌসুমে রাফায়েল বেনিতেজের পর ল্যাম্পার্ডই চেলসির প্রথম ম্যানেজার, যিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম তিন প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে জয়ের মুখ দেখলেন না। শনিবার নিজেদের পরবর্তী ম্যাচে নরউইচ সিটির মুখোমুখি হবে চেলসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close